PIB Headquarters
azadi ka amrit mahotsav

৮.২% জিডিপি: ভারতের প্রবৃদ্ধির গল্প আরও শক্তিশালী

বলিষ্ঠ জিডিপি বৃদ্ধির গতি, স্থিতিশীল মুদ্রাস্ফীতি, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানি বৃদ্ধিই ভারতের উন্নয়নকে এগিয়ে নিচ্ছে

प्रविष्टि तिथि: 28 NOV 2025 6:17PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৮ নভেম্বর, ২০২৫

 

মূল বিষয়বস্তু

প্রকৃত জিডিপি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮.২% বৃদ্ধির অনুমান করা হয়েছে এবং প্রথম ছয় মাসে (এপ্রিল-সেপ্টেম্বর) ৮% প্রবৃদ্ধি নথিভুক্ত হয়েছে।

অক্টোবর ২০২৪-এর তুলনায় অক্টোবর ২০২৫-এ সিপিআই কমে ০.২৫% হয়েছে, যা বর্তমান সিপিআই সিরিজের সর্বনিম্ন বছর-ও-বর্ষ মুদ্রাস্ফীতি।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শিল্পোৎপাদন সূচক (IIP) বছর-ও-বর্ষ ভিত্তিতে ৪.০% শক্তিশালী বৃদ্ধি নথিভুক্ত করেছে, যার মধ্যে উৎপাদন ক্ষেত্রের প্রবৃদ্ধি ৪.৮%।

অক্টোবর ২০২৫-এ শ্রমশক্তি অংশগ্রহণ হার ছ’মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে - ৫৫.৪%।

এপ্রিল–অক্টোবর ২০২৪-এর তুলনায় এপ্রিল–অক্টোবর ২০২৫-এ ভারতের সামগ্রিক রপ্তানি (পণ্য ও পরিষেবা মিলিয়ে) ৪.৮৪% বেড়েছে।

অক্টোবর ২০২৪-এর তুলনায় অক্টোবর ২০২৫-এ সিপিআই ০.২৫%-এ নেমে এসেছে—যা সেপ্টেম্বর ২০২৫-এর তুলনায় ১১৯ বেসিস পয়েন্ট কম।

ভূমিকা

ভারতের অর্থনৈতিক উত্থান বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করে চলেছে। ইতিমধ্যেই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে, দেশটি ২০৩০ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার আত্মবিশ্বাসী গতিপথে রয়েছে, যখন ভারতের জিডিপি ৭.৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। বর্তমান প্রবৃদ্ধির ধাপ সুদৃঢ় নীতিনির্ধারণ, কাঠামোগত সংস্কার এবং ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক সংযুক্তির প্রতিফলন।

বৃদ্ধির গতি ত্বরান্বিত হওয়ায় ভারত আবারও বৈশ্বিক সমকক্ষদের ছাপিয়ে দ্রুততম বৃদ্ধির প্রধান অর্থনীতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দৃঢ় অভ্যন্তরীণ চাহিদা, নিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি এবং উচ্চতর শ্রমশক্তি অংশগ্রহণ এই বৃদ্ধিকে সমর্থন করছে। দেশীয় বিনিয়োগের পুনর্জাগরণ এবং জোরালো বিনিয়োগকারীর আস্থা অর্থনীতির স্থিতিশীল ও বিস্তৃত ভিত্তিকে ইঙ্গিত করে। সংস্কার দ্রুতগতিতে এগোতে থাকায় এবং ভোগব্যয় আশাবাদী থাকায়, ভারতের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি জোরদার রয়েছে, যা বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক গতি ও প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।

ভারতের মূল অর্থনৈতিক সূচক: স্থিতিশীল প্রবৃদ্ধির ধারা

বলিষ্ঠ জিডিপি বৃদ্ধি

অর্থনৈতিক কর্মক্ষমতার অন্যতম প্রধান সূচক হল জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদন, যা দেশের সামগ্রিক সম্প্রসারণের হারকে প্রতিফলিত করে। সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের প্রকৃত (মুদ্রাস্ফীতি সমন্বিত) জিডিপি বৃদ্ধির হার ৮.২% হবে বলে অনুমান, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ৫.৬% ছিল। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি হয়েছে ৭.৮%, যেখানে আগের বছরের একই সময়ে এই হার ছিল ৬.৫%।

নামমাত্র জিডিপি বৃদ্ধির হার ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮.৭% এ পৌঁছেছে। অর্থনীতির প্রতিটি খাত দেশের প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রাইমারি সেক্টর (কৃষি ও সংশ্লিষ্ট খাত) বাস্তব জিভিএ বছরে-ও-বছরে ৩.১% বৃদ্ধির হার নথিভুক্ত করেছে। একইভাবে, সেকেন্ডারি সেক্টর (৮.১%) এবং টারশিয়ারি সেক্টর (৯.২%) বাস্তব জিডিপির প্রবৃদ্ধিতে উল্লিখিত ত্রৈমাসিকে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

২০২৫-২৬ অর্থবছরের অর্ধ-বার্ষিক প্রবৃদ্ধি

২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (এপ্রিল-সেপ্টেম্বর) বাস্তব জিডিপি বৃদ্ধির হার ৮%, যেখানে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৬.১%।

প্রাইমারি ক্ষেত্র ২.৯% মাঝারি প্রবৃদ্ধি অর্জন করেছে, আর সেকেন্ডারি (৭.৬%) ও টারশিয়ারি (৯.৩%) ক্ষেত্রে স্থিতিশীল ও সুস্থ সম্প্রসারণ দেখা গেছে।

মুদ্রাস্ফীতি স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে

অক্টোবর ২০২৫-এ ভারতের মুদ্রাস্ফীতির গতিপথ উল্লেখযোগ্য শিথিলতা প্রদর্শন করছে, যা দেশের দৃঢ় অর্থনৈতিক ভিত ও কার্যকর মূল্য-পরিচালনার প্রমাণ। ভোক্তা মূল্যসূচক (CPI) অনুযায়ী শিরোনাম মুদ্রাস্ফীতি বছর-ও-বর্ষ ভিত্তিতে মাত্র ০.২৫%-এ নেমে এসেছে, যা বর্তমান সিপিআই সিরিজের সর্বনিম্ন রেকর্ড। মুদ্রাস্ফীতি আরবিআই-এর সহনশীলতার সীমার মধ্যেই রয়েছে।

মুদ্রাস্ফীতির এই শীতলতা আরবিআই-এর ৫.৫০% রেপো রেট এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখার সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা মূল্যস্থিতি ও প্রবৃদ্ধির দৃষ্টিভঙ্গির প্রতি আস্থার ইঙ্গিত দেয়।

(Table)

দামে শীতলতার মূল কারণ: খাদ্য মুদ্রাস্ফীতির উল্লেখযোগ্য হ্রাস

খাদ্য ও পানীয় মুদ্রাস্ফীতি (CFPI)-র তীব্র শীতলতাই এই সামগ্রিক পতনের প্রধান চালক ছিল। অক্টোবর ২০২৪-এর তুলনায় CFPI নেমে দাঁড়িয়েছে (-)৫.০২%, যা তৈল, শাকসবজি, ফল, ডিম, খাদ্যশস্য ও সংশ্লিষ্ট পণ্যের দামের easing-এর ফল। সাম্প্রতিক জিএসটি হ্রাসের ইতিবাচক প্রভাবও এই প্রবণতাকে আরও শক্তিশালী করেছে।

গ্রামীণ মুদ্রাস্ফীতি নেমে এসেছে (-)০.২৫%, আর শহুরে মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ০.৮৮%, যা বিভিন্ন অঞ্চলে বহু-মাত্রিক শীতলতার প্রতিফলন। মুদ্রাস্ফীতির এই ধারাবাহিক পতন ক্রয়ক্ষমতা বাড়ায়, বাস্তব ভোগের বৃদ্ধি সমর্থন করে এবং বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধির জন্য আর্থিক নীতির অতিরিক্ত পরিসর তৈরি করে। সামগ্রিকভাবে, মুদ্রাস্ফীতি হ্রাসের এ পরিবেশ আগামী ত্রৈমাসিকগুলিতে সুস্থায়ী, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধির ভিত্তিকে আরও দৃঢ় করেছে।

ভারতের পাইকারি মূল্যসূচক (WPI)-এর মুদ্রাস্ফীতিও আরও কমেছে

পাইকারি মূল্যসূচক ভিত্তিক মুদ্রাস্ফীতি অক্টোবর ২০২৫-এ দাঁড়িয়েছে (-)১.২১%, অক্টোবর ২০২৪-এর তুলনায়। খাদ্যপণ্য, অপরিশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ, খনিজ তেল এবং বেসিক মেটাল তৈরি - সহ একাধিক গুরুত্বপূর্ণ পণ্যের দামে পতন এই স্লোডাউনে অবদান রেখেছে।

WPI Food Index-এর বছরওয়ারি মুদ্রাস্ফীতি আরও নেমে দাঁড়িয়েছে (-)৫.০৪%, সেপ্টেম্বর ২০২৫-এর (-)১.৯৯% থেকে আরও হ্রাস পেয়ে। পাইকারি মুদ্রাস্ফীতির এই ধারাবাহিক পতন বাজারে ব্যবসার ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং বাজার-আস্থা শক্তিশালী হওয়ার দিকেই ইঙ্গিত দেয়।

ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইনডেক্স (IIP)-এর দৃঢ় বৃদ্ধি

IIP উৎপাদন, খনিজ এবং বিদ্যুৎ ক্ষেত্রে প্রবৃদ্ধি পরিমাপ করে, যা শিল্প কার্যকলাপের শক্তিমত্তার প্রতিফলন। সেপ্টেম্বর ২০২৫-এ ভারতের IIP-এর বছরভিত্তিক বৃদ্ধি দাঁড়িয়েছে ৪.০%, যার মূল চালক উৎপাদন খাতে ৪.৮% প্রবৃদ্ধি।

উচ্চতর IIP-এর অর্থ:

উৎপাদন বৃদ্ধি
কর্মসংস্থান বৃদ্ধি
বিনিয়োগের গতি বৃদ্ধি
যা দেশের সামগ্রিক প্রবৃদ্ধির গতি আরও জোরদার করে।

সবচেয়ে বেশি ইতিবাচক অবদানকারী তিনটি ক্ষেত্র (উৎপাদন ক্ষেত্র):

১. বেসিক মেটাল উৎপাদন - ১২.৩% বৃদ্ধি

২. ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি উৎপাদন — ২৮.৭% বৃদ্ধি

৩. মোটরগাড়ি, ট্রেলার ও সেমি-ট্রেলার উৎপাদন, ১৪.৬% বৃদ্ধি

ব্যবহার-ভিত্তিক শ্রেণীবিভাগ অনুযায়ী সেরা তিনটি অবদানকারী শ্রেণী:

পরিকাঠামো ও নির্মাণ সামগ্রী — ১০.৫% বৃদ্ধি

ভোগ্যপণ্য — ১০.২% বৃদ্ধি

মধ্যবর্তী পণ্য — ৫.৩% বৃদ্ধি

এই বিস্তৃত প্রবৃদ্ধির ফলে:

বিনিয়োগ শক্তিশালী হয়েছে
ভোগের চাহিদা সুস্থায়ী রয়েছে

উৎপাদন ক্ষেত্রের সক্ষমতা আরও দৃঢ় হয়েছে

সমষ্টিগতভাবে, এটি একটি ভারসাম্যপূর্ণ শিল্প পুনরুত্থানের ইঙ্গিত দেয়, যা দেশের দীর্ঘমেয়াদী, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তিকে সুসংহত করছে।

সরকারি হস্তক্ষেপ: উৎপাদন ক্ষেত্রকে আরও শক্তিশালী করছে

ভারতের উৎপাদন ক্ষেত্র এখন দেশের প্রবৃদ্ধির কেন্দ্রীয় স্তম্ভে পরিণত হয়েছে, কেবল দেশীয় প্রয়োজন মেটানো নয়, বরং বৈশ্বিক মূল্যায়ন শৃঙ্খলে ভারতের অবস্থানকে শক্তিশালী করছে।

উৎপাদন সংযুক্ত প্রণোদনা (PLI) প্রকল্প

২০২০ সালে চালু হওয়া এই ফ্ল্যাগশিপ প্রকল্পটি:

মোট ১৪টি কৌশলগত ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে

অতিরিক্ত বিক্রয়-ভিত্তিক প্রণোদনা প্রদান করে

আত্মনির্ভর ভারত এবং ২০৩০ সালের মধ্যে ৭.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির লক্ষ্যকে সমর্থন করে

এই উদ্যোগ দেশের উৎপাদন ক্ষমতাকে বিশ্বমানের দিকে এগিয়ে নিচ্ছে, রপ্তানি বাড়াচ্ছে এবং বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে অর্থনীতির ভিত্তিকে আরও শক্তিশালী করছে।

অনুমোদিত ₹১.৯৭ লক্ষ কোটি টাকার ব্যয়ের আওতায় এবং ৮০০-র বেশি আবেদন পাওয়ার পর, এই প্রকল্পের অধীনে ইতিমধ্যেই ₹১.৭৬ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ আকৃষ্ট হয়েছে, যা উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বৃদ্ধিকে ত্বরান্বিত করছে। এটি শিল্পক্ষেত্রের কঠিন আস্থা ও ব্যাপক গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে।

শক্তিশালী কর্মসংস্থান বৃদ্ধি

একটি শক্তিশালী শ্রমবাহিনী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য, কারণ এটি উৎপাদন, উদ্ভাবন এবং বিভিন্ন ক্ষেত্রে ভোগকে চালিত করে। অর্থনীতির ইঞ্জিন হিসেবে চিহ্নিত শ্রমবাজার ২০২৫ সালের অক্টোবরে স্থিতিস্থাপকতার ইতিবাচক লক্ষণ প্রদর্শন করেছে। CWS (বর্তমানে সাপ্তাহিক অবস্থা)-এর ভিত্তিতে ১৫ বছর ও তার ঊর্ধ্ব বয়সী ব্যক্তিদের মোট শ্রমশক্তি অংশগ্রহণের হার (LFPR) ২০২৫ সালের অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ৫৫.৪ শতাংশে—যা জুন ২০২৫-এর ৫৪.২ শতাংশ থেকে ছয় মাসের সর্বোচ্চ স্তর।

(টেবিল)

নৌকরি জবস্পিক ইনডেক্স

ভারতে হোয়াইট-কলার নিয়োগের একটি গুরুত্বপূর্ণ সূচক হল, নৌকরি জবস্পিক ইনডেক্স। ২০২৫ সালের সেপ্টেম্বরে এই সূচক বছরে-ওপর-বছর ভিত্তিতে ১০.১ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত করেছে, যা শক্তিশালী হোয়াইট-কলার নিয়োগের গতি নির্দেশ করে। এই প্রবৃদ্ধির নেতৃত্ব দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং (ML) সংক্রান্ত ভূমিকার ৬১ শতাংশ বৃদ্ধি।

ফ্রেশার নিয়োগ ১৫ শতাংশ বেড়েছে, যা নতুন ক্যারিয়ার সুযোগের সম্প্রসারণ এবং ভারতের ক্রমবিকাশমান চাকরির বাজারে নতুন যুগের দক্ষতার চাহিদা বৃদ্ধিকে নির্দেশ করে।

সরকারি উদ্যোগ শ্রমবাজারের ফলাফল উন্নত করছে

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY)-এর আওতায় ১৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত সারা দেশে ২৭ লক্ষেরও বেশি প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। NAVYA (Nurturing Aspirations through Vocational Training for Young Adolescent Girls) কিশোরী মেয়েদের শিল্প-উপযোগী দক্ষতা প্রদান করে উদীয়মান ক্ষেত্রে তাদের কর্মসংস্থানে সক্ষমতা বৃদ্ধি করছে।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY)—যার অধীনে মার্চ ২০২৫ পর্যন্ত ₹৪,৯১,৪০৬ কোটি টাকা অনুমোদিত হয়েছে—Stand-Up India (জুন ২০২৫ পর্যন্ত ₹৬২,৭৯০ কোটি অনুমোদিত) এবং Start-Up India, যেখানে ১৮ নভেম্বর ২০২৫ অনুযায়ী DPIIT স্বীকৃত ২,০০,২৩৫-টি স্টার্টআপ রয়েছে, উদ্যোক্তাদের সহায়তা করছে, স্টার্টআপ ব্যবস্থাকে বিস্তৃত করছে এবং শ্রমবাহিনীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।

বাণিজ্য কার্যক্রমে উন্নতি

এপ্রিল–অক্টোবর ২০২৫ সময়কালে ভারতের বাণিজ্য খাত শক্তিশালী অবস্থানে ছিল, যা বৈশ্বিক চাহিদার দৃঢ়তা এবং প্রধান রপ্তানি খাতে ধারাবাহিক উন্নতি প্রতিফলিত করে। পণ্য ও পরিষেবা উভয় রপ্তানিই সুস্থ বৃদ্ধি নথিভুক্ত করেছে, যা বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও অর্থনীতির স্থিতিস্থাপকতাকে আরও সুদৃঢ় করে।

বাণিজ্য সম্প্রসারণে সরকারের সহায়তা

ভারত সরকার এবং রিজার্ভ ব্যাংক (RBI) বিভিন্ন প্রকল্প ও সহায়তা ব্যবস্থার মাধ্যমে দেশের বাণিজ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পণ্য/সফটওয়্যার/পরিষেবা রপ্তানির পূর্ণ মূল্য আদায় ও প্রত্যাবাসনের সময়সীমা রপ্তানির তারিখ থেকে নয় মাস থেকে বাড়িয়ে ১৫ মাস করা হয়েছে।

GST 2.0-এর সাফল্য

সরকার সামগ্রিক GST সংস্কার কার্যকর করেছে, যেখানে হার যুক্তিকরণ করে ৫% এবং ১৮%, এই দুই-স্তরবিশিষ্ট সরলীকৃত কাঠামো চালু করা হয়েছে।

এই সংস্কারের আওতায় সাধারণ মানুষের ব্যবহারের পণ্য, শ্রমঘন শিল্প, কৃষি ও স্বাস্থ্যসেবা-সহ অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যাপক হারে কর-হ্রাস করা হয়েছে।

অক্টোবর ২০২৫-এর মোট GST সংগ্রহ দাঁড়িয়েছে ₹১.৯৬ লাখ কোটি, যা গত বছরের একই মাসে সংগৃহীত ₹১.৮৭ লাখ কোটির তুলনায় ৪.৬% বেশি। হার যুক্তিকরণের শুরুতেই রাজস্ব বৃদ্ধির এই প্রবণতা উৎসব মৌসুমে দেশের ভোগক্ষমতার স্থিতিশীলতা ও রপ্তানি–বাণিজ্যের গতি উভয়কেই প্রতিফলিত করে।

ভারতের প্রবৃদ্ধি পূর্বাভাস

ভারতের প্রবৃদ্ধির সম্ভাবনা আরও সুদৃঢ় হচ্ছে, যেখানে দেশীয় ও আন্তর্জাতিক প্রধান প্রতিষ্ঠানগুলো অর্থনীতির স্থিতিস্থাপকতা এবং সম্প্রসারণশীল অভ্যন্তরীণ চাহিদার স্বীকৃতিস্বরূপ তাদের পূর্বাভাস ঊর্ধ্বমুখী করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০২৫-২৬ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৫% থেকে বাড়িয়ে ৬.৮% করেছে, যা বিভিন্ন ক্ষেত্রের শক্তিশালী গতি প্রতিফলিত করে। আন্তর্জাতিক সংস্থাগুলিও এই আশাবাদকে প্রতিধ্বনিত করেছে।

বিশ্বব্যাঙ্ক ২০২৬ সালে ৬.৫% প্রবৃদ্ধি প্রত্যাশা করছে, শক্তিশালী ভোগব্যয় এবং জিএসটি সংস্কারের ইতিবাচক প্রভাবকে উল্লেখ করে;

IMF ২০২৫ সালের প্রবৃদ্ধি পূর্বাভাস ৬.৬% এবং ২০২৬ সালের জন্য ৬.২% পর্যন্ত বাড়িয়েছে;

OECD ২০২৫ সালের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৭% এবং ২০২৬ সালের জন্য ৬.২% পর্যন্ত উন্নীত করেছে;

S&P প্রত্যাশা করছে যে, ভারতের জিডিপি ২০২৬ অর্থবছরে ৬.৫% এবং ২০২৭ সালে ৬.৭% হারে বাড়বে।

সমষ্টিগতভাবে, এসব সংশোধিত পূর্বাভাস ভারতের অর্থনীতির ভিত্তিমূলক শক্তি এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও শক্তিশালী, অভ্যন্তরীণ-চালিত প্রবৃদ্ধি ধরে রাখার সক্ষমতার প্রতি আন্তর্জাতিক আস্থাকে প্রতিফলিত করে।

উপসংহার

ভারতের অর্থনীতি কাঠামোগত সংস্কার, ডিজিটাল রূপান্তর এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি শক্তিশালী মনোযোগ দ্বারা চালিত একটি স্থিতিশীল ও স্থিতিস্থাপক প্রবৃদ্ধির পথে অগ্রসর হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলির ভারতের প্রবৃদ্ধি গতিপথের প্রতি আস্থা এবং স্থিতিশীল সমষ্টিগত অর্থনৈতিক সূচকসমূহ অর্থনীতিকে সুস্থায়ী গতিতে এগিয়ে যেতে সহায়তা করছে।

রিজার্ভ ব্যাঙ্ক-এর মুদ্রাস্ফীতি-পর্যবেক্ষণ, সাম্প্রতিক নীতি উদ্যোগ, যেমন সহজীকৃত কর কাঠামো, শ্রমকেন্দ্রিক সংস্কার এবং বাণিজ্য-প্রবর্ধনমূলক পদক্ষেপ, সম্মিলিতভাবে শাসন ব্যবস্থাকে আরও কার্যকর করছে, ব্যয় কমাচ্ছে এবং বিভিন্ন খাতে বিস্তৃত অংশগ্রহণকে উৎসাহিত করছে।

সমষ্টিগতভাবে, এসব উন্নয়ন আরও উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক এবং মানুষ-কেন্দ্রিক অর্থনীতির দিকে ভারতের দৃঢ় অগ্রগতির ইঙ্গিত দেয়, যা দীর্ঘমেয়াদী সুস্থায়ী প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তথ্যসূত্র

World Bank

https://databank.worldbank.org/metadataglossary/world-development-indicators/series/NY.GDP.MKTP.KD.ZG

https://openknowledge.worldbank.org/server/api/core/bitstreams/71109bfe-cb0e-47d6-b2c5-722341e42b99/content

 

Ministry of Statistics & Programme Implementation

https://www.mospi.gov.in/sites/default/files/press_release/GDP_PR_Q1_2025-26_29082025.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189186

https://mospi.gov.in/54-index-industrial-production

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183312

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188343

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190790

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190829

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178447

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195851&reg=3&lang=1

 

RBI

https://rbidocs.rbi.org.in/rdocs/Publications/PDFs/MPR011020257F52BDBF1F184AE0A627BD9CEB1580FB.PDF

https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/FEMA23(R)(7)13112025.pdf

http://rbi.org.in/Scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=61626

 

Ministry of Commerce & Industry

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189914

https://www.startupindia.gov.in/

 

Ministry of Road Transport & Highways

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176932&reg=1&lang=42

 

Department of Economic Affairs

https://dea.gov.in/files/monthly_economic_report_documents/Final-MER%20September%202025.pdf

 

Department of Financial Services

https://dfs.dashboard.nic.in/DashboardF.aspx

 

Skill India Mission

https://skillindiamission.in/

https://www.skillindiadigital.gov.in/pmkvy-dashboard

 

Cabinet

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189389

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189381

 

Ministry of Finance

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2163555

https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf

 

Moodys

https://www.moodys.com/web/en/us/insights/credit-risk/outlooks/macroeconomics-2026.html

 

IMF

https://www.imf.org/external/datamapper/NGDP_RPCH@WEO/IND?zoom=IND&highlight=IND

 

OECD

https://www.oecd.org/en/publications/2025/09/oecd-economic-outlook-interim-report-september-2025_ae3d418b.html

 

PIB Backgrounder

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155121&ModuleId=3#:~:text=Notably%2C%20India%20is%20projected%20to,projected%20GDP%20of%20%247.3%20trillion

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155082&ModuleId=3&reg=1&lang=42

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154880&ModuleId=3

https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=150446

https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=150328

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172356

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2168711

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175702

 

News On Air

https://www.newsonair.gov.in/india-will-become-the-worlds-third-largest-economy-soon-rbi-governor/

https://www.newsonair.gov.in/india-remains-fastest-growing-economy-for-4-years-aims-for-20-more-piyush-goyal/

 

Ministry of Labour & Employment

https://www.epfindia.gov.in/site_docs/PDFs/EPFO_PRESS_RELEASES/22062025_EPFOAdds19.14LakhNetMembers_April2025.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2169975

 

Prime Minister’s Office

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182117

 

Ministry of Electronics and Information Technology

https://www.meity.gov.in/offerings/schemes-and-services/details/production-linked-incentive-scheme-pli-for-large-scale-electronics-manufacturing-gNyMDOtQWa

 

S&P

https://www.spglobal.com/en/research-insights/special-reports/india-forward/shifting-horizons/how-indian-economic-growth-realigns-with-shifting-global-trends

Click here to see pdf

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2196752) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English