প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মাননীয় অ্যান্থনি আলবানিজ এবং মাননীয়া জোডি হ্যাডনের বিয়ে উপলক্ষে অভিনন্দন প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 29 NOV 2025 9:05PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৯ নভেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মাননীয় অ্যান্থনি আলবানিজ এবং মাননীয়া জোডি হ্যাডনকে তাঁদের বিয়ে উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এক্স-এ এক বার্তায় শ্রী মোদী লিখেছেন :

“আমার প্রিয় বন্ধু অ্যান্থনি আলবানিজ এবং শ্রীমতী জোডি হ্যাডনকে তাঁদের বিয়ে উপলক্ষে অভিনন্দন। তাঁদের সুখী দাম্পত্য জীবন কামনা করি।

@AlboMP”

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2196749) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English