সংসদ বিষয়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদের শীতকালীন অধিবেশনের আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক সরকারের

प्रविष्टि तिथि: 30 NOV 2025 3:38PM by PIB Agartala

নয়াদিল্লি, ৩০ নভেম্বর, ২০২৫

 

সংসদের শীতকালীন অধিবেশনের আগে নতুন দিল্লির সংসদ ভবনে আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু-র ডাকা এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়ন ও সার মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, আইন ও বিচার প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগণ প্রমুখ। বৈঠকে ৩৬টি রাজনৈতিক দলের ৫০ জন নেতা উপস্থিত ছিলেন।


বৈঠকে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। শ্রী কিরেন রিজিজু জানান, সোমবার ১ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে এবং চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। শ্রী রিজিজু আরও জানান, এবারের অধিবেশনে ১৪টি বিল নিয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, সংসদের উভয় কক্ষে যে কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকার আলোচনায় প্রস্তুত। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁদের বক্তব্য পেশ করেন।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2196738) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English