iffi banner

১,০৫০ কোটি টাকারও বেশি মূল্যের চলচ্চিত্র সংক্রান্ত চুক্তি স্বাক্ষর সহ এ বছরের ওয়েভস চলচ্চিত্র বাজারে রেকর্ড পরিমাণ অংশগ্রহণকারী সামিল হয়েছেন

#IFFIWood, ২৭ নভেম্বর, ২০২৫

 

৫৬তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়েভস ফিল্ম বাজারের আয়োজন করা হয়। এবারের এই চলচ্চিত্র বাজারে বিপুল সংখ্যক সংস্থা যোগ দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে চলচ্চিত্র নির্মাণ, সহযোগিতা ও বাজার সম্প্রসারণের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব প্রতিফলিত হচ্ছে। এবারের এই ওয়েভস বাজারে বিপুল সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটার, ডিস্ট্রিবিউটার এবং চলচ্চিত্র জগতের পেশাদার ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেছেন।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র বাজার হিসেবে পরিচিত ওয়েভস বাজারে ৪০টি দেশের ২,৫০০ জন প্রতিনিধি যোগদান করেন। এখানে ৩২০টি প্রকল্প প্রদর্শিত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ২২০ জনের বেশি বিক্রেতা তাঁদের চলচ্চিত্র সংক্রান্ত সামগ্রী নিয়ে এই বাজারে উপস্থিত ছিলেন। এখানে ১,২০০-র বেশি বাণিজ্যিক বৈঠক অনুষ্ঠিত হয়। ফলস্বরূপ, ১,০৫০ কোটি টাকারও বেশি প্রকল্পের বিষয়ে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।

২০২৫ ওয়েভস ফিল্ম বাজারে অস্ট্রেলিয়ার চলচ্চিত্র জগতের সঙ্গে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে অন্যতম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এনএফডিসি, ইন্ডিয়ান ফিলম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন এবং ডেকিন বিশ্ববিদ্যালয়, পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ও মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনলজিস-এর মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, ফিনল্যান্ড, রাশিয়া, ব্রিটেন ও নিউজিল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে গোষ্ঠী পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

এনএফডিসি, ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরের মধ্য দিয়ে দু’দেশের চলচ্চিত্র জগতের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠবে। ডেকিন বিশ্ববিদ্যালয়, পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনলজিস-এর মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে চলচ্চিত্র নিয়ে উন্নতমানের পঠনপাঠন নিশ্চিত হবে। এছাড়াও, পিভিআর আইনক্স ও মুম্বাইয়ের মাইন্ড ব্লোয়িং ফিল্মস-এর মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তার ফলে উভয় দেশের ৫০ লক্ষ মার্কিন ডলারের একটি বাজার তৈরি হবে বলে আশা করা হচ্ছে। পিটিসি পাঞ্জাবি ও অস্ট্রেলিয়ার টেম্পল ফিল্ম প্রোডাকশন কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরের ফলে ভারত-অস্ট্রেলিয়া যৌথ নির্মাণ ব্যবস্থাপনায় তিনটি পাঞ্জাবি ভাষার চলচ্চিত্র তৈরি হবে। এই প্রকল্পের মূল্য ৭০ লক্ষ মার্কিন ডলার।

ওয়েভস চলচ্চিত্র বাজারে বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলির সঙ্গে ভারতের যোগাযোগ আরও শক্তিশালী হয়েছে। আগামীদিনে ব্রিটেনের রেইনডান্স ফিল্ম ফেস্টিভ্যাল, লিজবোয়ার ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যাল এবং দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতকে ‘ফোকাস কান্ট্রি’ হিসেবে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়েভএক্স স্টার্ট-আপ প্যাভেলিয়নে ১৪টি স্টার্ট-আপ সংস্থা অংশ নেয়। এর মধ্য দিয়ে বিনোদন জগতে সৃজনশীল মাধ্যমে শক্তিশালী পদচারণার প্রমাণ মেলে।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন –

IFFI Website: https://www.iffigoa.org/

PIB’s IFFI Microsite: https://www.pib.gov.in/iffi/56/

PIB IFFIWood Broadcast Channel: https://whatsapp.com/channel/0029VaEiBaML2AU6gnzWOm3F

X Post Link: https://x.com/PIB_Panaji/status/1991438887512850647?s=20

X Handles: @IFFIGoa, @PIB_India, @PIB_Panaji

*****

PS/Agt


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2025, #AnythingForFilms and #FilmsKeLiyeKuchBhi. Tag us @pib_goa on Instagram, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2195918   |   Visitor Counter: 2

इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English