আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রশংসায় জুরিরা
#IFFIWood, ২৭ নভেম্বর, ২০২৫
ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এর প্রশংসা করল ইন্টারন্যাশনাল কম্পিটিশন জুরি। এই বছর এই প্রতিযোগিতায় তিনটি ভারতীয় ছবি সহ ১৫টি ছবি অংশ নিয়েছে। বিচারকদের মধ্যে ছিলেন – চলচ্চিত্র নির্মাতা রাকেশ ওমপ্রকাশ মেহেরা, মার্কিন পরিচালক গ্রেম ক্লিফোর্ড, শ্রীলঙ্কার চলচ্চিত্র নির্মাতা চন্দ্রন রুতনম।
এবারের চলচ্চিত্র উৎসবে বিভিন্ন ধরনের ছবি জায়গা পেয়েছে। সেইসঙ্গে রয়েছে, শিশু-কেন্দ্রিক ছবিও।
সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে রাকেশ ওমপ্রকাশ মেহেরা বলেন, বেশ কিছু ছবিতে শিশু চরিত্রকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা প্রশংসনীয়।
সিনেমায় এআই-এর প্রয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, ভবিষ্যতে জুরি প্রক্রিয়ায় এই আধুনিক প্রযুক্তির বিশেষ ভূমিকা থাকবে।
পুরস্কার জয়ী ছবি বাছাই প্রসঙ্গে চন্দ্রন রুতনম বলেন, কিছু কিছু ক্ষেত্রে বিচারকদের মধ্যে মতভেদ দেখা দিলেও, সামগ্রিকভাবে স্বচ্ছতার সঙ্গে সেরা ছবিগুলিকে বেছে নেওয়া হয়েছে।
বিস্তারিত জানতে এই লিঙ্কগুলি দেখুন –
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191742
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190381
IFFI Website: https://www.iffigoa.org/
PIB’s IFFI Microsite: https://www.pib.gov.in/iffi/56new/
PIB IFFIWood Broadcast Channel: https://whatsapp.com/channel/0029VaEiBaML2AU6gnzWOm3F
X Handles: @IFFIGoa, @PIB_India, @PIB_Panaji
*****
PS/Agt
रिलीज़ आईडी:
2195916
| Visitor Counter:
3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English