প্রতিরক্ষা মন্ত্রক
আইএনএস সহ্যাদ্রি ফিলিপিন্সের ম্যানিলায় বন্দর সফর করল
प्रविष्टि तिथि:
27 NOV 2025 10:19AM by PIB Agartala
নয়াদিল্লি, ২৭ নভেম্বর, ২০২৫
ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ সহ্যাদ্রি ফিলিপিন্সের সঙ্গে নৌ-মহড়ায় অংশ নেওয়ার পর, ম্যানিলায় বন্দর সফর করল। আইএনএস সহ্যাদ্রি দেশীয় প্রযুক্তিতে নির্মিত স্টিলথ মাল্টিরোল ফ্রিগেট।
এই যুদ্ধ জাহাজটি ভারত – প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বর্তমানে অপারেশনাল ডেপ্লয়মেন্টে যুক্ত। প্রতিবেশী দেশগুলির সঙ্গে বিভিন্ন বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক নৌ-মহড়ায় অংশ নিয়েছে। এই জাতীয় নৌ-মহড়াগুলি হ’ল – মালাবার ২০২৫, অসিনডেক্স ২০২৫, জাইমেক্স ২০২৫ প্রভৃতি। কোরিয়ান নৌ-বাহিনীর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক মহড়ায় যোগ দেয় এই যুদ্ধ জাহাজটি।
নৌ-মহড়াকালীন উভয়পক্ষই যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয়, সামুদ্রিক অনুসন্ধান সহ যুদ্ধ বিমান ওঠা-নামার মতো পেশাগত সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়ার উপর গুরুত্ব দেয়।
বন্দর সফরকালীন বিভিন্ন সাংস্কৃতিক আলোচনাচক্র, ক্রীড়া এবং যোগাসনের মতো বিষয়গুলি অনুষ্ঠিত হয়। সেইসঙ্গে, অনাথদের সাহায্য করা হয়।
ফিলিপিন্সের সঙ্গে ভারতের জোট সম্পর্ক শক্তিশালী করার এক অঙ্গীকার-স্বরূপ এই নৌ-মহড়া। এক্ষেত্রে আইএনএস সহ্যাদ্রির এই সফর শান্তি, সুরক্ষা ও ভারত – প্রশান্ত মহাসাগরীয় এলাকায় স্থিতাবস্থা রক্ষার ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি এবং ‘ভিশন সাগর’ – এর সঙ্গে সঙ্গতি রক্ষা করতেই এই জাতীয় মহড়ার আয়োজন।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2195700)
आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English