প্রতিরক্ষা মন্ত্রক
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে নতুন দিল্লিতে তৃতীয় ভারত-ইন্দোনেশিয়া প্রতিরক্ষা মন্ত্রী স্তরে বৈঠকে যৌথ অধ্যক্ষতা করলেন; প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার বিষয়ে সহমতি
प्रविष्टि तिथि:
27 NOV 2025 2:00PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৭ নভেম্বর, ২০২৫
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এবং ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শ্রী জাফ্রী সামসোয়েদ্দীন ২৭ নভেম্বর ২০২৫-এ নতুন দিল্লিতে তৃতীয় ভারত-ইন্দোনেশিয়া প্রতিরক্ষা মন্ত্রী স্তরে বৈঠকে যৌথ অধ্যক্ষতা করলেন এবং দীর্ঘকালীন রণকৌশলগত বোঝাপড়া এবং গভীর দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করলেন।
দুই প্রতিরক্ষা মন্ত্রী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি শ্রী প্রবোও সুবিয়ান্তোর ২০২৫-এর সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে ভারত সফরের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, ওই সফরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি সুবিয়ান্তোর মধ্যে বিস্তারিত এবং ফলপ্রসূ আলোচনা হয় এবং তারই পরিণামে ভারত-ইন্দোনেশিয়া সার্বিক রণকৌশলগত সহযোগিতা আরও দৃঢ় হয়েছে। দুই নেতা সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর ৩৫২ জওয়ানের অংশগ্রহণের কথাও স্মরণ করেন।
প্রধান ফলাফল :
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি এবং সুরক্ষা নিয়ে রণকৌশলগত দৃষ্টিভঙ্গী : ভারত এবং ইন্দোনেশিয়া আন্তর্জাতিক বিধি এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বতন্ত্র, মুক্ত, শান্তিপূর্ণ, সুস্থির এবং সমৃদ্ধ ভারত মহাসাগর-প্রশান্ত মহাসাগর অঞ্চল বজায় রাখার গুরুত্ব উল্লেখ করেছে। ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ে আসিয়ান দৃষ্টিভঙ্গী এবং ভারতের পদক্ষেপ প্রাসঙ্গিক মৌলিক সিদ্ধান্তের অনুরূপ জানিয়ে ইন্দোনেশিয়া বলেছে, ভারত এই অঞ্চলে শান্তি এবং সহযোগিতা বৃদ্ধি করতে প্রধান অংশীদার হয়ে উঠেছে। দুই পক্ষই সহযোগিতা বৃদ্ধি করতে সম্মত হয়েছে।
প্রতিরক্ষা সহযোগিতা এবং উদ্যোগ অংশীদারিত্ব : আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা সমঝোতা এবং সংযুক্ত প্রতিরক্ষা সহযোগিতা সমিতির কার্যাবলীর সহিত দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সুদৃঢ় করার শক্তিশালী ভিত সম্পর্কে বলা হয়। ইন্দোনেশিয়া প্রযুক্তি হস্তান্তর, যৌথ অনুসন্ধান এবং বিকাশ, প্রমাণ সমন্বয় এবং সরবরাহ শৃঙ্খলের মতো ক্ষেত্রে সহযোগিতা তৈরি করতে যৌথ প্রতিরক্ষা উদ্যোগ সহযোগিতা সমিতি স্থাপিত করার ভারতের প্রস্তাবের প্রশংসা করেছে।
সেনা-সংযোগ : ভারত ও ইন্দোনেশিয়া সুপার গরুড় শিল্ড, গরুড় শক্তি, সমুদ্র শক্তি, মিলন এবং আসন্ন বিমান বাহিনীর মহড়া সহ স্থল, জল এবং বায়ুসেনাদের যৌথ মহড়ায় হওয়া অগ্রগতি তুলে ধরে।
সমুদ্র সুরক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতা : দুই দেশই ভারত মহাসাগরের পারস্পরিক সমন্বয় সহ সমুদ্র সুরক্ষা বিষয়ে তাদের দায়বদ্ধতা পুনরায় প্রকাশ করে।
প্রতিরক্ষা প্রযুক্তি, ডুবো জাহাজ সক্ষমতা এবং চিকিৎসা সহযোগিতা: স্করপিয়ন শ্রেণীর ডুবো জাহাজ তৈরি করতে এবং সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনায় ভারতের অভিজ্ঞতা ইন্দোনেশিয়ার ভবিষ্যতের প্রতিরক্ষা কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ বলে স্বীকার করা হয়।
আন্তর্জাতিক শান্তি এবং মানবিক প্রয়াসে সমর্থন : দুই দেশই প্যালেস্তাইনে ন্যায় সঙ্গত এবং স্থায়ী শান্তির জন্য দায়বদ্ধতা প্রকাশ করে এবং মানবিক সহায়তা এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্নির্মাণ এবং বহুপাক্ষিক শান্তি প্রয়াসে সহযোগিতা করার কথা বলা হয়।
ভারত ভারতীয় সেনার রিমাউন্ট ভেটেরিনারি কোর থেকে ইন্দোনেশিয়াকে ঘোড়া এবং আনুষ্ঠানিক বাহন উপহার দেওয়ার কথা ঘোষণা করে।
দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী আলোচনায় সন্তোষ প্রকাশ করে ভারত মহাসাগর-প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তি, সুস্থিরতা এবং সমৃদ্ধির জন্য প্রতিরক্ষা এবং সুরক্ষার বিভিন্ন ক্ষেত্রে উচ্চপর্যায়ের আদান-প্রদান, বাস্তবিক সহযোগিতা এবং ব্যবস্থাপনা বহাল রাখার আবশ্যকতার ওপর জোর দেন।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2195697)
आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English