স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ 'সংবিধান দিবস "উপলক্ষে বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকর, ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং গণপরিষদের সমস্ত মহান সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং সমস্ত নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন

বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের সংবিধান প্রতিটি নাগরিককে সমান সুযোগ, মর্যাদাপূর্ণ জীবন, জাতীয় কর্তব্য ও অধিকার প্রদান করে, যা একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 'সংবিধান দিবস "উদযাপন করে দেশের নাগরিকদের গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে আরও সচেতন করেছেন

Posted On: 26 NOV 2025 2:19PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৬ নভেম্বর, ২০২৫: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ 'সংবিধান দিবস "উপলক্ষে বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকর, ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং গণপরিষদের সমস্ত মহান সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং দেশের নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

'এক্স' প্ল্যাটফর্মে এক পোস্টে শ্রী অমিত শাহ বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে সমান সুযোগ, মর্যাদাপূর্ণ জীবন, জাতীয় কর্তব্য ও অধিকার প্রদান করে, যা একটি শক্তিশালী দেশ গঠনের পথ প্রশস্ত করে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংবিধান দিবসের সূচনা করে দেশের নাগরিকদের গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে আরও সচেতন করেছেন।

आज ‘संविधान दिवस’ पर बाबासाहेब डॉ. भीमराव अंबेडकर जी, डॉ. राजेंद्र प्रसाद जी सहित संविधान सभा के सभी महान सदस्यों को नमन और देशवासियों को इस दिवस की हार्दिक शुभकामनाएँ।

दुनिया के सबसे बड़े लोकतंत्र भारत का संविधान हर देशवासी को समान अवसर, सम्मानपूर्ण जीवन, राष्ट्रीय कर्त्तव्य और… pic.twitter.com/i0AhwjODzH

— Amit Shah (@AmitShah) November 26, 2025

*****

PS/PKS/KMD


(Release ID: 2194785) Visitor Counter : 7
Read this release in: English