আগামী ৯ দিনের ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য গোয়া আবারও প্রস্তুত
#IFFIWood,১৯ নভেম্বর ২০২৫
গোয়ায় ৫৬ তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আইএফএফআই ২০২৫ শুরু হচ্ছে আগামীকাল থেকে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। শুরুর আগের দিন আজ ‘সাউন্ড অফ সিনেমা’ অর্থাৎ সিনেমার ধ্বনিতে গোয়ার বাতাস মুখরিত। অনন্যতা এবং অন্তর্ভুক্তিকতার ক্ষেত্রে বিগত বছরগুলির শ্রেষ্ঠত্বের সীমাকে ছাপিয়ে যাওয়ার নানা আয়োজন সম্পূর্ণ। অবিস্মরণীয় সিনেমার সুচারু উদযাপনের দিকে তাকিয়ে নানা আয়োজন করা হয়েছে। এই পর্ব আজকের দিনে সম্ভাব্য বিনোদন, অভিজ্ঞতার শ্রেষ্ঠত্বের নমুনাকে তুলে ধরবে। সমসাময়িক প্রতিভা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং গল্প বলার সীমাহীন উদ্দীপনা যা, ভারতীয় তথা বিশ্বের সিনেমাকে নন্দিত করেছে, তার উজ্জ্বল স্বাক্ষর প্রত্যক্ষ করার অভিজ্ঞতা লাভ করবেন দর্শকরা।
এবছরের আইএফএফআই উপলক্ষ্যে আগামীকাল গোয়ার সড়কগুলি জুড়ে উদ্বোধনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ভারতের চলচ্চিত্র সত্তার জীবন্ত জাগ্রত রূপ প্রত্যক্ষ করা যাবে। অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা এবং গোয়ার রাজকীয় ট্যাবলো সমূহ কুচকাওয়াজে সম্মুখভাগে থাকবে। তাকে অনুসরণ করবে ভারতের সুবিখ্যাত স্টুডিওগুলিতে তৈরি সৃষ্টিসমূহ এবং এনএফডিসি-র উদ্দীপক ৫০ বছরকে ঘিরে শ্রদ্ধার্ঘ্য। কয়েকশো লোকশিল্পীর সমারোহে ‘ভারত এক সুর’ বিষয়ে দেশের নানা প্রান্ত থেকে নৃত্যশিল্পীরা ছন্দ লহরী গড়ে তুলবেন। স্মৃতি রঞ্জিত নানা ঝলক ছোটা ভীম, ছুটকি, মোটু পাতলু এবং বিট্টু বাহানেবাজ দর্শকদের মনোরঞ্জন করবে। আগামীকাল আইএফএফআই কল্পনা, রঙ এবং পদ্যময়তায় সিনেমা সৌকর্যকে তুলে ধরবে।
গোয়া জুড়ে কুচকাওয়াজ কেবলমাত্র উৎসবের সূচনাকে ঘোষণা করবে তা নয়, শৈল্পিক চেতনা বিকাশের মুহূর্তও তার মধ্যে দিয়ে ঘোষিত হবে। প্রতিটি ট্যাবলোতে সেই এলাকার প্রানস্পন্দন ধরা পড়বে। প্রতিটি অনুষ্ঠান মানুষের হৃদয় রাঙাবে এবং সিনেমার প্রতিটি ফ্রেমে গল্প বলার মধ্যে দিয়ে ভারতের নিরবধি রোমান্স ফুটে উঠবে। সমুদ্রের বাতাসের মতো সঙ্গীতের মুর্ছনা উচ্চকিত হয়ে একটি স্বপ্নালোকের মতো চতুর্দিকে রঙীন প্রেক্ষাপট গড়ে তুলবে। উদ্বোধনী কুচকাওয়াজ আইএফএফআই-এর এই পর্বকে ভারতের সৃষ্টিশীলতার উজ্জ্বল চিত্রকে অন্যান্য বারের তুলনায় আরও বেশি প্রতিভাত করবে।
আয়োজন সূচিতে থাকছে ১৫টি প্রতিযোগিতামূলক এবং পুনরুদ্ধারকৃত চলচ্চিত্র বিভাগ। সেইসঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতা, কোনো পরিচালকের শ্রেষ্ঠ প্রথম কাহিনী চিত্র, আইসিএফটি- ইউনেসকো গান্ধী স্মারক এবং ম্যাকাব্রো ড্রিম্স, ডকু-মন্তাজ, পরীক্ষামূলক চলচ্চিত্র, ইউনিসেফ এবং সংরক্ষিত ক্ল্যাসিক সমূহ। ৫৬ তম আইএফএফআইএর বিস্তারিত পরিকল্পনা সূচিতে অন্তর্ভুক্ত রয়েছে ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো (সিএমওটি) ওয়েভস ফিল্ম বাজার (১৯ তম পর্ব), দ্য নলেজ সিরিজ সিনেমা এআই হ্যাকাথন প্রভৃতি। এছাড়াও থাকছে আলোচনা পর্বের অনুষ্ঠান।
• সিএমওটি-তে ৭৯৯টি এন্ট্রিতে, চলচ্চিত্র নির্মাণ নৈপূন্যের ১৩টি ক্ষেত্রে ১২৪ জন তরুণ সৃষ্টিশীল নির্মাতাদের চিহ্নিত করা হয়েছে। সেইসঙ্গে রয়েছেন ওয়েভস ২০২৫-এর সিআইসি চ্যালেঞ্জ থেকে ২৪ জন ওয়াইল্ড কার্ড বিজেতা।
• ওয়েভস ফিল্ম বাজার (১৯ তম পর্বে) ভারতের প্রিমিয়ার ফিল্ম বাজার ধরা দেবে ৩০০-র অধিক চলচ্চিত্র প্রকল্প, যৌথ প্রযোজনা বাজারে ২২টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং ৫টি ডকুইমেন্টারি। নগদ অনুদান ২০ হাজার মার্কিন ডলার। ওয়েভস ফিল্ম বাজারে মাল্টিপল ফরম্যাটে ২২টি নির্বাচিত ছবি প্রস্তাব করা হয়েছে। ৭-টিরও বেশি দেশের প্রতিনিধিবৃন্দ এবং ১০টির বেশি রাজ্যে চলচ্চিত্র নমুনাকে এখানে তুলে ধরা হবে।
• সিনেমা এআই হেকাথন আইএফএফআই ২০২৫-এ এক নতুন উদ্যোগ। এলটিআই মাইন্ডট্রি এবং ওয়েভস ফিল্ম বাজারের যৌথ উদ্যোগে তা আয়োজিত হচ্ছে। এই অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম মেধা নির্ভর উদ্ভাবনী কৌশলকে তুলে ধরা হবে।
• আইএফএফআইস্তা- সাংস্কৃতিক প্রদশর্নীতে চারদিন ধরে সঙ্গীত এবং সৃষ্টিশীল নান্দনিক অনুষ্ঠান শ্যামাপ্রসাদ মুখার্জী অডিটোরিয়ামে ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আইএফএফআই প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পীদের শতবর্ষপূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে। গুরু দত্ত, রাজ খোসলা, ঋত্বিক ঘটক, পি ভানুমতি, ভূপেন হাজারিকা এবং সলিল চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানো হবে। সলিল চৌধুরীর মুশাফির এবং ঋত্বিক ঘটকের সূর্বণরেখা আইএফএফআই ২০২৫-এ প্রদর্শিত হবে। এবছর খ্যাতনামা অভিনেতা রজনীকান্তকে চলচ্চিত্রে তাঁর ৫০ বছর পূর্তি উপলক্ষ্য আইএফএফআই-এর সমাপ্তি অনুষ্ঠানে সম্মান জানানো হবে।
পূর্ণাঙ্গ আয়োজনের কাজ খতিয়ে দেখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রকের অন্য আধিকারিকরাও। তাঁরা গোয়ার পানাজিতে আইএফএফআই স্থলগুলি ঘুরে দেখেন এবং খুঁটিনাটি নানা বিষয়ের পর্যালোচনা করেন।
আগামী ৯ দিন ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আইএফএফআই ২০২৫-এর আয়োজন নিয়ে গোয়া এক কথায় পুরোপুরি প্রস্তুত।
*****
PS/Agt
रिलीज़ आईडी:
2194109
| Visitor Counter:
33
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English