আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশ্ব টয়লেট দিবস ২০২৫ 

সচেতন টয়লেট ব্যবহারের প্রচারে ‘টয়লেট পাশ হ্যায়’ এবং ‘মেইন সাফ হি আছ্ছা হু’ অভিযান

সুলভ ইন্টারন্যাশনাল এবং ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন এমওএইচইউএ এবং ডিডিডাব্লিউএস-এর সাথে মিলিয়ে ৩ দিনের বিশ্ব টয়লেট সামিটের সূচনা

प्रविष्टि तिथि: 19 NOV 2025 5:41PM by PIB Agartala

নয়াদিল্লি, ২০ নভেম্বর ২০২৫: এবারের বিশ্ব টয়লেট দিবস ২০২৫ এর থিম “স্যানিটেশন: সম্মান ও পৃথিবীর জন্য সম্মিলিত দায়িত্ব” –ভারতের সর্বাঙ্গীন দৃষ্টিভঙ্গির একটি প্রতিফলন, যা পরিচ্ছন্নতা, সম্মান এবং পরিবেশ সংরক্ষণকে একত্রিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে, ভারত এই মৌলিক সেবাগুলোতে সর্বজনীন ও সুস্থায়ী প্রবেশাধিকারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে, সুলভ ইন্টারন্যাশনাল ও ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন তিনদিনের বিশ্ব টয়লেট সামিট শুরু করেছে, যেখানে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সুস্থায়ী স্যানিটেশনকে ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গৃহনির্মাণ ও নগর বিষয়ক মন্ত্রী শ্রী মনোহর লাল এবং কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী শ্রী সি.আর. পাটিল, দক্ষিণ আফ্রিকার জল ও স্যানিটেশন এর উপ মন্ত্রী ডেভিড মাহলোবো, শ্রীলংকা ও ভূটানের রাষ্ট্রদূত এবং ২৫টি দেশের প্রতিনিধিরা৷ সেই সাথে সামিটে অংশ নিয়েছেন এই খাতের নেতৃস্থানীয় সংস্থা যেমন হাল, বিএমজিএফ, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিরা

২০১৪ সালে স্বচ্ছ ভারত মিশনের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছতার জন্য যে আহ্বান জানিয়েছিলেন তাতে সাড়া দিয়ে, ২০১৯ সালের মধ্যে মাত্র ৫ বছরে ভারতকে উন্মুক্ত শৌচমুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এটি একটি অসাধারণ মাইলফলক। প্রতিটি ঘরে শৌচালয় নির্মাণ শুধু পরিষ্কার-পরিছন্নতা এবং নিরাপত্তাকেই নিশ্চিত করে নি, সেই সাথে সমাজে সম্মান, শিক্ষা এবং নারী ও কন্যাশিশু শিক্ষার্থীদের আরও বৃহত্তর অংশগ্রহণও নিশ্চিত করেছে।

দ্রুত নগরায়ণ বৃদ্ধি পাচ্ছে এমন অভিবাসন শহরগুলিতে স্যানিটেশনের সমস্যা আরও তীব্র হচ্ছে, যার ফলে উচ্চমানের শৌচাগারের চাহিদা বাড়ছে। জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী ওয়াশ (ডাব্লিউএএসএইচ) সিস্টেমের উপর অতিরিক্ত চাপ বাড়ানোয়, জলবায়ু-সহনশীল এবং সুস্থায়ী স্যানিটেশনের সমাধান গ্রহণ করা অপরিহার্য হয়ে উঠছে। জাতিসংঘের এসডিজি-৬ পরিশোধিত জল এবং স্যানিটেশনকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত করেছে।

স্বচ্ছ ভারত মিশন-নগর (এসবিএম-ইউ) ২.০ চালু হওয়ার সাথে সাথে, ভারত নগর স্যানিটেশনের একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে যা হল- ওডিএফ থেকে ওডিএফ++ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিরাপদ স্যানিটেশনের যাত্রা। শহরের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে, পাবলিক টয়লেটের চাহিদা তীব্রভাবে বৃদ্ধি পায়। কঠিন এবং তরল উভয় বর্জ্যের নকশা এবং সুস্থায়ী ব্যবস্থাপনা জোরদার করা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওডিএফ এবং ওডিএফ+ এর সাফল্যের পরে, সমস্ত শহর ওডিএফ++ মর্যাদা অর্জন নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছিল, যা নিরাপদ স্যানিটেশন এবং ব্যাপক মলমূত্র ব্যবস্থাপনাকে বাধ্যতামূলক করেছে।

হু এবং ইউনিসেফ-এর ২০২৪ সালের জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম (জেএমএফ) রিপোর্ট অনুসারে, ভারতের প্রায় ৫৫ মিলিয়ন নগরবাসী গত দুই বছরে নিরাপদে পরিচালিত, উন্নত স্যানিটেশন সুবিধার সুবিধা পেয়েছে - যা ফ্রান্স বা ইতালির জনসংখ্যার প্রায় সমান। এই উন্নত স্যানিটেশন পরিষেবাগুলি শিশু এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার হ্রাসের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ভারতের বৈচিত্র্যময় এবং চ্যালেঞ্জিং ভৌগোলিক পরিস্থিতির স্বীকৃতিস্বরূপ, আঞ্চলিক চাহিদা পূরণ করার জন্য স্যানিটেশন এবং টয়লেট সুবিধা তৈরি করা হয়েছে। এই প্রেক্ষাপটে, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক অমৃত এবং নমামি গঙ্গের মতো মিশনের সাথে ঘনিষ্ঠ সমন্বয় করে স্বচ্ছ ভারত মিশনকে এগিয়ে নিয়ে গেছে। এর মধ্যে রয়েছে উপকূলীয় এবং নদী অঞ্চলে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপনের মতো বেশ কয়েকটি উদ্যোগের বাস্তবায়ন।

নগর স্যানিটেশন উন্নত করার জন্য, বেশ কয়েকটি স্টার্টআপকে শহর জুড়ে উদ্ভাবনী সমাধান প্রবর্তনের জন্য নিযুক্ত করা হয়েছে। এই ধরনের প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য, প্রযুক্তি এবং স্থাপত্য নকশার উপর দৃষ্টি নিবদ্ধ করে 'স্বচ্ছতা স্টার্টআপ চ্যালেঞ্জ' চালু করা হয়েছে, সেই সাথে একটি নিবেদিতপ্রাণ 'টয়লেট ডিজাইন চ্যালেঞ্জ'ও চালু করা হয়েছে৷

প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করাও একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার, এবং ২০২৪ সালে, এসবিএম-ইউ ২.০ এর অধীনে, উল্লেখযোগ্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এমওএইচইউএ কমিউনিটি টয়লেটের জন্য পিপিপি মডেল তৈরির জন্য এইচইউএল তথা হাল এর সাথে অংশীদারিত্বের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। উচ্চ-পর্বত এলাকায় টয়লেট নির্মাণ এবং দক্ষ রক্ষণাবেক্ষণে সহায়তা করার জন্য মন্ত্রক সুলভ ইন্টারন্যাশনালের সাথেও অংশীদারিত্ব করেছে।

এসবিএম-ইউ ২.০ এখন সমস্ত নগর স্থানীয় সংস্থাগুলিকে (ইউএলবি) পর্যটন কেন্দ্র, জনবহুল এলাকা এবং ধর্মীয় স্থানে ক্রমবর্ধমান স্যানিটেশন চাহিদা মেটাতে পাবলিক টয়লেট (পিটি) পরিকাঠামো সম্প্রসারণ করতে উৎসাহিত করছে। এই সুবিধাগুলিকে "অ্যাসপিরেশনাল টয়লেট" হিসাবে শ্রেণীবদ্ধ করারও সুপারিশ করা হয়েছে। এই মিশনের লক্ষ্য হল পাবলিক টয়লেট পরিষেবাগুলির ব্যবহারকারীর অভিজ্ঞতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা, যা দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করার জন্য ডিজাইন করা উদ্ভাবনী মডেল এবং সমাধান দ্বারা সমর্থিত। এসবিএম-ইউ ২.০ এর অধীনে এখন পর্যন্ত ২৯,০০০ অ্যাসপিরেশনাল টয়লেট আসন অনুমোদন করা হয়েছে।

রাজ্যভিত্তিক তথ্যের জন্য এখানে ক্লিক করুন। 

উচ্চাকাঙ্ক্ষী টয়লেট: আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশগতভাবে দীর্ঘমেয়াদী।

উচ্চাকাঙ্ক্ষী টয়লেটগুলির মধ্যে থাকবে:

  • স্মার্ট বৈশিষ্ট্য এবং ব্যবহারকারী-বান্ধব নকশা
  • অ্যাক্সেসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক পরিকাঠামো
  • লিঙ্গ-নিরপেক্ষ এবং শিশু-বান্ধব সুবিধা
  • পরিবেশগতভাবে দীর্ঘমেয়াদী স্থায়িত্বের প্রযুক্তি

আজ সারা দেশে উচ্চাকাঙ্ক্ষী শৌচাগার উদ্বোধন করা হয়েছে। মেয়র পুষ্যমিত্র ভার্গব এবং কমিশনার দিলীপ কুমার যাদবের নেতৃত্বে ইন্দোর পৌর কর্পোরেশন নেহেরু পার্কে একটি নবনির্মিত পাবলিক টয়লেট উদ্বোধন করেছে। লখনউয়ের মেয়র শ্রীমতি সুষমা খারকওয়াল চক স্টেডিয়ামের কাছে নবনির্মিত পাবলিক টয়লেট উদ্বোধন করেছেন। সেই অনুষ্ঠানগুলিতে কাউন্সিলর, কর্মকর্তা এবং নাগরিকরা উপস্থিতি ছিলেন।

২০২৫ সালের এই বিশ্ব শৌচাগার শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনোহর লাল স্বচ্ছতা এবং স্থায়িত্বের উপর বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ভারত জুড়ে এবং বিশ্বজুড়ে, উন্নত এবং পরিষ্কার শৌচাগার ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। আমাদের দেশেও, মানসিকতা পরিবর্তিত হচ্ছে - এবং অবশ্যই পরিবর্তন করতে হবে। সর্বোপরি, পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি পরিচ্ছন্ন বাড়ি বা শয়নকক্ষ দিয়েই শুধু বিচার করা হয় না, বরং একজনের শৌচাগারের অবস্থা দিয়ে বিচার করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনোহর লাল বর্জ্য জল পরিশোধন, পুনঃব্যবহার, পরিষ্কার টয়লেট এবং দ্রুত আচরণগত পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন । তিনি শিশুদের মধ্যে প্রাথমিক স্যানিটেশনের অভ্যাস গড়ে তোলা এবং স্বচ্ছ ভারত মিশন-শহরের অধীনে বর্জ্য থেকে সম্পদ এবং বৃত্তাকারতার গুরুত্বের উপরও জোর দিয়েছেন।

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী সি.আর. পাতিল বক্তব্য রাখতে গিয়ে নারীদের জীবনে শৌচাগারের রূপান্তরমূলক প্রভাবের কথা তুলে ধরেন। তিনি বলেন, গ্রামীণ শৌচাগার নির্মাণ তাদের মর্যাদা, নিরাপত্তা, গর্ব এবং সম্মানকে শক্তিশালী করেছে। শ্রী পাতিল বলেন, নিরাপদ স্যানিটেশন এবং নিরাপদ জল অপরিহার্য - এবং এটি সবই শৌচাগারের সুবিধা দিয়ে শুরু হয়। তিনি জানান, গ্রামীণ এলাকায়, ১২ কোটি শৌচাগার তৈরি করা হয়েছে। পরিষ্কার এবং নিরাপদ শৌচাগারের সুবিধার মাধ্যমে, ডায়রিয়া জনিত বার্ষিক মৃত্যু রোধ করা হয়েছে৷ প্রতি বছর প্রায় ৩ লক্ষ শিশুর জীবন রক্ষা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে, দায়িত্বশীল টয়লেট ব্যবহারকে সমর্থন করার জন্য মন্ত্রক ও নগর প্রশাসন একটি বছরব্যাপী প্রচারণা অভিযান ‘টয়লেট পাস হ্যায়’ এবং ‘ম্যায় সাফ হি আচ্ছা হুঁ’’ অভিযান চালু করেছে৷ এর লক্ষ্য হল সম্প্রদায় জুড়ে দায়িত্বশীল টয়লেট ব্যবহার এবং স্বাস্থ্যবিধির অভ্যাসের কথা প্রচার করা। নগর স্যানিটেশন প্রচেষ্টাকে জোরদার করার জন্য বিভিন্ন পরামর্শ এবং প্রশিক্ষণ সংস্থানেরও প্রকাশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বিশেষ প্রশিক্ষণ মডিউল - সিটি অ্যান্ড পিটি গাইড: পাবলিক টয়লেটের নকশার জন্য সাধারণভাবে ঘটে যাওয়া ফাঁক এবং সমাধান, এইচইউএল-সুবিধা কেন্দ্রগুলির জন্য শহরগুলির উদ্দেশ্য, শিশুদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ভাল স্যানিটেশন অভ্যাস গড়ে তোলার জন্য আচরণ পরিবর্তন যোগাযোগকে সম্পৃক্ত করা - স্বচ্ছ আদতেইন- ২১ দিন কা স্বচ্ছ আদত প্রশিক্ষণ পথ্যক্রম।

বিশ্ব টয়লেট দিবস শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সরকার, শিল্প, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ, উদ্ভাবক এবং উদ্যোক্তাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল যা দীর্ঘমেয়াদী স্যানিটেশন ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে সহায়তা করবে। পরবর্তী দুই দিনের আলোচনায় বৃত্তাকার অর্থনীতি এবং জলবায়ু-ইতিবাচক স্যানিটেশন, অর্থায়ন মডেল এবং উদ্ভাবনী অংশীদারিত্ব, অন্তর্ভুক্তিমূলক নকশা, নির্মাণ এবং ওএন্ডএম, প্রযুক্তি সমাধান এবং ইউএলবিগুলির জন্য সক্ষমতা বৃদ্ধি এবং সাফাই মিত্রদের নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হবে।

*****

PS/DM/Agt


(रिलीज़ आईडी: 2192086) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English