নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

দৈনিক বুলেটিন: দুপুর ৩টা, ১৮ নভেম্বর, ২০২৫

Posted On: 18 NOV 2025 3:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২৫

 

বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) দ্বিতীয় পর্যায়

গণনা পর্যায়: ৪ নভেম্বর, ২০২৫ – ৪ নভেম্বর, ২০২৫

নির্বাচক সুনির্দিষ্ট গণনা ফর্মের বিতরণ ও ডিজিটাইজেশনের অবস্থা

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

বিএলও/বিএলএ – এর সংখ্যা

গণনা ফর্ম বিতরণের সংখ্যা

গণনা ফর্ম ডিজিটাইজেশনের সংখ্যা

 

নাম

২৭ অক্টোবর, ২০২৫ তারিখে নির্বাচকের সংখ্যা

বিএলও*

বিএলএ**

সংখ্যা

%

সংখ্যা

%

১. আন্দামান ও নিকোবর

3,10,404

411

683

3,10,331

99.98%

33,306

10.73%

২. ছত্তিশগড়

2,12,30,737

24,371

38,846

2,08,45,398

98.18%

21,38,502

10.07%

৩. গোয়া

11,85,034

1,725

2,301

11,85,013

100.00%

4,93,577

41.65%

৪. গুজরাট

5,08,43,436

50,963

42,425

5,05,96,010

99.51%

77,47,996

15.24%

৫. কেরল

2,78,50,855

24,468

54,624

2,67,78,609

96.15%

2,89,795

1.04%

৬. লাক্ষাদ্বীপ

57,813

55

83

57,812

100.00%

13,359

23.11%

৭. মধ্যপ্রদেশ

5,74,06,143

65,014

1,21,730

5,72,29,774

99.69%

87,15,631

15.18%

৮. পুদুচেরী

10,21,578

962

2,043

9,65,178

94.48%

2,26,500

22.17%

৯. রাজস্থান

5,46,56,215

52,490

1,01,333

5,41,00,351

98.98%

1,84,97,015

33.84%

১০. তামিলনাডু

6,41,14,587

68,467

2,37,390

6,07,41,484

94.74%

83,45,574

13.02%

১১. উত্তর প্রদেশ

15,44,30,092

1,62,486

2,90,445

15,33,39,459

99.29%

33,85,066

2.19%

১২. পশ্চিমবঙ্গ

7,66,37,529

80,681

1,49,388

7,63,63,675

99.64%

1,00,97,711

13.18%

মোট

50,97,44,423

5,33,093

10,41,291

50,25,13,094

98.54%

5,99,84,032

11.76%

                 

 

*নির্বাচক সংখ্যার মধ্যে রাজস্থানের ১৯৩ – অন্ত বিধানসভা কেন্দ্রের নির্বাচকদের অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ, ঐ বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের জন্য এসআইআর পিছিয়ে দেওয়া হয়েছে।

 

**প্রতিটি বিধানসভা কেন্দ্রের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (ইআরও) জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের অনুমোদন অনুসারে বুথ লেভেল অফিসার (বিএলও)-দের নিয়োগ করবেন।

 

***সব সংখ্যা ১২.১১.২০২৫ তারিখ অনুযায়ী। স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে আরও বেশি সংখ্যায় বুথ লেভেল এজেন্ট বিএলএ নিয়োগ করার অনুরোধ জানানো হচ্ছে।

 

 

 

 

 

SC/SD/SB


(Release ID: 2191307) Visitor Counter : 5