স্বরাষ্ট্র মন্ত্রক
ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ
Posted On:
15 NOV 2025 3:42PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৫ নভেম্বর ২০২৫৷৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে শ্রী শাহ বলেন, ভগবান বিরসা মুন্ডা কেবল আদিবাসী সম্প্রদায়ের জন্যই নয়, সমগ্র জাতির জন্য গর্বের। তিনি বলেন, “আজ সমগ্র জাতি আনন্দের সাথে তাঁর ১৫০তম জন্মবার্ষিকী এবং "জনজাতীয় গৌরব দিবস" উদযাপন করছে। আমরা তাঁকে শ্রদ্ধা জানাই এবং স্বাধীনতা আন্দোলন এবং আমাদের মাতৃভূমির রক্ষার জন্য তাঁর অটল অঙ্গীকারকে স্যালুট জানাই।“
অন্য একটি পোস্টে, স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেন, আদিবাসী পরিচয়ের প্রতীক, ভারতের গর্ব এবং একজন মহান স্বাধীনতা সংগ্রামী ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকীকে 'জনজাতীয় গৌরব দিবস' হিসেবে উদযাপন করে সম্মান জানিয়েছেন। শ্রী শাহ বলেন, একদিকে ধরতি আবা আদিবাসী সম্প্রদায়কে তাদের সংস্কৃতি ও অধিকার রক্ষায় অনুপ্রাণিত করেছিলেন, অন্যদিকে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ করেছিলেন এবং 'উলগুলান আন্দোলন'কে উৎসাহিত করেছিলেন। তিনি বলেন, ভগবান বিরসা মুন্ডার জীবন প্রতিটি দেশপ্রেমের জন্য অনুপ্রেরণার এক অক্ষয় উৎস।
***
PS/DM/Agt
(Release ID: 2190384)
Visitor Counter : 3