যোগাযোগ মন্ত্রক
উত্তর-পূর্বের লাইসেন্সপ্রাপ্ত পরিষেবা এলাকার অধীনে মেঘালয়ের শিলং শহর এবং পূর্ব খাসি পাহাড় জেলার নেটওয়ার্কের মান মূল্যায়ন করেছে ট্রাই
Posted On:
11 NOV 2025 11:54AM by PIB Agartala
নয়াদিল্লি, ১১ নভেম্বর ২০২৫: মেঘালয় রাজ্যের শিলং শহর এবং পূর্ব খাসি পাহাড় জেলার বিস্তৃত এলাকার রুটগুলিকে অন্তর্ভুক্ত করে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (ট্রাই) ২০২৫ সালের সেপ্টেম্বরে উত্তর-পূর্বাঞ্চলের জন্য তাদের স্বাধীন ড্রাইভ টেস্ট (আইডিটি) এর ফলাফল প্রকাশ করেছে। কলকাতার ট্রাই আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই পরীক্ষাগুলি বিভিন্ন ব্যবহারকারী পরিবেশে তথা শহরাঞ্চল, প্রাতিষ্ঠানিক হটস্পট, গ্রামীণ আবাসিক এলাকা, পর্যটন কেন্দ্র এবং আরও অনেক কিছুর বাস্তব-বিশ্বের মোবাইল নেটওয়ার্ক এর কর্মক্ষমতা ক্যাপচার করার জন্য ডিজাইন করা হয়েছে।
ট্রাই এর দলগুলি ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ৫ সেপ্টেম্বর, ২০২৫ এর মধ্যে মেঘালয়ের শিলং শহর এবং পূর্ব খাসি পাহাড় জেলায় ব্যাপক পরীক্ষা নিরীক্ষার করে, যার মধ্যে ২৬৯.৪ কিলোমিটার শহর ড্রাইভ পরীক্ষা, নয়টি হটস্পট অবস্থান এবং ১.৬ কিলোমিটার হাঁটার পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল। মূল্যায়ন করা প্রযুক্তিগুলির মধ্যে রয়েছে ২জি, ৩জি, ৪জি এবং ৫জি, যা বিভিন্ন হ্যান্ডসেট ক্ষমতা সম্পন্ন ব্যবহারকারীদের পরিষেবার অভিজ্ঞতা মিলেছে। আইডিটির ফলাফলগুলি সম্পর্কে ইতিমধ্যেই সমস্ত প্রাসঙ্গিক টেলিকম পরিষেবা প্রদানকারীর কাছে জানানো হয়েছে।

মূল মূল্যায়নের ফল:
ক) ভয়েস পরিষেবা: কল সেটআপ সাফল্যের হার (সিএসএসআর), ড্রপড কল রেট (ডিসিআর), কল সেটআপ এর সময়, কল নীরবতার হার, স্পিচ কোয়ালিটি (এমওএস), কভারেজ।
খ) ডেটা পরিষেবা: ডাউনলোড/আপলোড থ্রুপুট, ল্যাটেন্সি, জিটার, প্যাকেট ড্রপ রেট এবং ভিডিও স্ট্রিমিং বিলম্ব।
শিলং শহর এবং পূর্ব খাসি পাহাড় জেলা এবং আশেপাশের এলাকায় সামগ্রিক মোবাইল নেটওয়ার্ক কর্মক্ষমতার একটি সারসংক্ষেপ নীচে দেওয়া হল:
কল সেটআপ সাফল্যের হার - অটো-সিলেকশন মোডে (৫জি/৪জি/৩জি/২জি) এয়ারটেল, বিএসএনএল, আরজেআইএল এবং ভিআইএল-এর কল সেটআপ সাফল্যের হার যথাক্রমে ৯৬.৩৪ শতাংশ, ৭৩.৬৩ শতাংশ, ৯৯.১২ শতাংশ এবং ৮০.২০ শতাংশ।
কল রেট কমেছে - অটো-সিলেকশন মোডে (৫জি/৪জি/৩জি/২জি) যথাক্রমে এয়ারটেল, বিএসএনএল, আরজেআইএল এবং ভিআইএল কল রেট ২.৪৬%, ১২.১৯%, ০.৮৯% এবং ৩.৪৯% কমিয়েছে।
৫জি ডেটা পরিষেবা শহরাঞ্চলে সর্বোচ্চ গড় ডাউনলোড গতি ১৫৭.১৫ এমবিপিএস এবং সর্বোচ্চ গড় আপলোড গতি ১০.৮৯ এমবিপিএস প্রদান করেছে।
শিলং শহর এবং পূর্ব খাসি পাহাড় জেলায় এই মূল্যায়ন করা হয়েছিল, যার মধ্যে জোরাবাত, বাইরনিহাট, উমারাই, উমরেউ, ভোরেম্বং, উমিয়াম, কিরদেমখলা, মাওকডোক, চেরাপুঞ্জি এবং মৌসিনরামের মতো এলাকাসমূহ অন্তর্ভুক্ত ছিল।
ট্রাই (১) প্রশাসনিক ব্লক মেঘালয় আইনসভা, (২) এলিফ্যান্ট ফলস শিলং, (৩) আইআইএম শিলং নিউ বিল্ডিং অ্যাডমিন ব্লক, (৪) আইএসবিটি শিলং মাওলাই-মাওয়ং, (৫) মাওফ্ল্যাং পবিত্র বন, (৬) মাওসমাই গুহা চেরাপুঞ্জি, (৭) পুলিশ বাজার, (৮) সেভেন সিস্টার্স ওয়াটারফল চেরাপুঞ্জি, (৯) উমিয়াম লেক এবং (১০) সিভিল হাসপাতাল লাচুমিয়ের, শিলং, (১১) মেঘালয় আইনসভা এবং (১২) ওয়ার্ডস লেকে স্ট্যাটিক পরীক্ষার মাধ্যমে বাস্তব-বিশ্বের পরিস্থিতি মূল্যায়ন করেছে।
ভয়েস পরিষেবা
কল সেটআপ সাফল্যের হার: অটো-সিলেকশন মোডে (৫জি/৪জি/৩জি/২জি) এয়ারটেল, বিএসএনএল, আরজেআইএল এবং ভিআইএল-এর কল সেটআপ সাফল্যের হার যথাক্রমে ৯৬.৩৪ শতাংশ, ৭৩.৬৩ শতাংশ, ৯৯.১২ শতাংশ এবং ৮০.২০ শতাংশ।
কল সেটআপ সময়: অটো-সিলেকশন মোডে (৫জি/৪জি/৩জি/২জি) এয়ারটেল, বিএসএনএল, আরজেআইএল এবং ভিআইএল-এর কল সেটআপ সময় যথাক্রমে ২.৫৩, ২.৮১, ০.৯৭ এবং ২.০৮ সেকেন্ড।
ড্রপড কল রেট: অটো-সিলেকশন মোডে (৫জি/৪জি/৩জি/২জি) এয়ারটেল, বিএসএনএল, আরজেআইএল এবং ভিআইএল-এর কল ড্রপ হার যথাক্রমে ২.৪৬ শতাংশ, ১২.১৯ শতাংশ, ০.৮৯ শতাংশ এবং ৩.৪৯ শতাংশ।
কল সাইলেন্স/মিউট রেট: প্যাকেট সুইচড নেটওয়ার্কগুলিতে (৫জি/৪জি), এয়ারটেল, বিএসএনএল, আরজেআইএল এবং ভিআইএল-এর কল সাইলেন্স রেট যথাক্রমে ৭.১২%, ১.৩০%, ৮.৭০% এবং ৩.২৬%।
গড় মতামত স্কোর (এমওএস): এয়ারটেল, বিএসএনএল, আরজেআইএল এবং ভিআইএল-এর গড় এমওএস যথাক্রমে ৩.৯৩, ২.৯৭, ৩.৬৮ এবং ৪.৫১।
ডেটা পরিষেবা
ডেটা ডাউনলোড পারফরম্যান্স (সামগ্রিকভাবে): এয়ারটেল (৫জি/৪জি/২জি) এর গড় ডাউনলোড গতি ছিল ৫৫.১১ এমবিপিএস, বিএসএনএল (৪জি/৩জি/২জি) ০.৯৮ এমবিপিএস, আরজেআইএল (৫জি/৪জি) ১৫৭.১৫ এমবিপিএস, এবং ভিআইএল (৪জি/২জি) ১৭.৩২ এমবিপিএস।
ডেটা আপলোড পারফরম্যান্স (সামগ্রিকভাবে): এয়ারটেল (৫জি/৪জি/২জি) এর গড় আপলোড গতি ছিল ৭.৬২ এমবিপিএস, বিএসএনএল (৪জি/৩জি/২জি) ২.৩৯ এমবিপিএস, আরজেআইএল (৫জি/৪জি) ১০.৮৯ এমবিপিএস, এবং ভিআইএল (৪জি/২জি) ৬.৮৪ এমবিপিএস।
লেটেন্সি (সামগ্রিক): এয়ারটেল, বিএসএনএল, আরজেআইএল এবং ভিআইএল-এর ৫০তম পার্সেন্টাইল লেটেন্সি যথাক্রমে ২৮.৮০ মিলিসেকেন্ড, ৮২.০০ মিলিসেকেন্ড, ২০.৮৫ মিলিসেকেন্ড এবং ৪৬.৩৫ মিলিসেকেন্ড।
ডেটা পারফরম্যান্স - হটস্পট (এমবিপিএস-এ):
এয়ারটেল - 4G D/L: 23.81 4G U/L: 6.21
5G D/L: 136.70 5G U/L: 14.56
বিএসএনএল - 4G D/L: 0.86 4G U/L: 2.51
আরজেআইএল - 4G D/L: 18.38 4G U/L: 2.23
5G D/L: 204.70 5G U/L: 14.53
ভিআইএল - 4G D/L: 20.48 4G U/L: 7.03
বিঃদ্রঃ - "ডি/এল" হল ডাউনলোড গতি, "ইউ/এল" হল আপলোড গতি
সিএসএসআর: কল সেটআপ সাফল্যের হার (শতাংশে), সিএসটি: কল সেটআপ সময় (সেকেন্ডে), ডিসিআর: ড্রপড কল রেট (শতাংশে), এবং এলওএস: গড় মতামত স্কোর।
এই পরীক্ষাগুলি ট্রাই-এর সুপারিশকৃত সরঞ্জাম এবং মানসম্মত প্রোটোকল ব্যবহার করে সঠিক সময়ে পরিচালিত হয়েছিল। বিস্তারিত প্রতিবেদনটি ট্রাই-এর ওয়েবসাইট www.trai.gov.in-এ পাওয়া যাবে। যেকোনো স্পষ্টীকরণ/তথ্যের জন্য, ট্রাই-এর উপদেষ্টা (আঞ্চলিক কার্যালয়, কলকাতা)-এর সাথে ইমেল: adv.kolkata@trai.gov.in অথবা ফোন নম্বর +91-33-22361401-এ যোগাযোগ করা যেতে পারে।
*****
PS/DM/KMD
(Release ID: 2189136)
Visitor Counter : 7