প্রধানমন্ত্রীর দপ্তর
স্ট্যাচু অফ ইউনিটি সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি প্রতীক যা গণ অভিযানের মাধ্যমে এটির নির্মাণ হয়: প্রধানমন্ত্রী
Posted On:
31 OCT 2025 12:43PM by PIB Agartala
নয়াদিল্লী, ৩১ অক্টোবর ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ‘স্ট্যাচু অফ ইউনিটি’ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং গণ অভিযানের একটি অসাধারণ উদাহরণ, যেখানে ভারতজুড়ে, বিশেষ করে দেশের গ্রামের নাগরিকরা এই প্রতীকী মূর্তির সাথে গভীরভাবে যুক্ত থাকার বিষয়টি অনুভব করেছিলেন।
মোদি আর্কাইভ এক্স হ্যান্ডেলের ধারাবাহিক পোস্টের প্রতুত্তরে শ্রী মোদি পোস্ট করেছেন;
“স্ট্যাচু অফ ইউনিটি’ সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং উল্লেখযোগ্য বিষয় হল এটি একটি গণ অভিযানের ফলে নির্মিত হয়েছিল, যেখানে ভারতজুড়ে, বিশেষ করে ভারতের গ্রামাঞ্চলের মানুষ এই প্রতীকী মূর্তির সাথে যুক্ত থাকার বিষয়টি অনুভব করেছিলেন।
কেভেড়িয়ায় অবশ্যই আসুন এবং নিজের চোখে এর বিশেষত্ব অনুভব করুন...”
‘Statue of Unity’ is a tribute to Sardar Patel and what is remarkable is that it was built as a result of a mass movement, where people from across India, particularly India’s villages, felt connected with this iconic statue.
Do visit Kevadia and discover its grandness… https://t.co/MLG4E3TQDv
— Narendra Modi (@narendramodi) October 31, 2025
****
PS/SG/KMD
(Release ID: 2184636)
Visitor Counter : 6