অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিমান চালকদের স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থাপনাকে জোরদার করতে ১০টি নতুন অ্যারোমেডিকেল এভ্যালুয়েশন সেন্টার চালু করছে ডিজিসিএ

प्रविष्टि तिथि: 28 OCT 2025 6:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ অক্টোবর, ২০২৫ 

 

বিমান চালকদের স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থাপনাকে জোরদার করতে অসামরিক বিমান পরিবহণ নির্দেশনালয় বা ডিজিসিএ সারা দেশে ১০টি নতুন বৈমানিক স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র বা অ্যারোমেডিকেল এভ্যালুয়েশন সেন্টার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এরফলে, ডিজিসিএ – এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থাপনা আরও প্রসারিত হবে এবং বিমান চালকরা নির্দিষ্ট সময়ে এই পরিষেবা পাবেন। 
এর আগে শুধুমাত্র প্রথম পর্যায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮টি কেন্দ্র ছিল। নতুন কেন্দ্রগুলি চালু হলে বিশেষ পরিস্থিতিতে, সাময়িকভাবে বিমান চালনার কাজে অনুপযুক্ত থাকার পর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, এমনকি বয়সজনিত সমস্যার ক্ষেত্রেও বিমান চালকদের স্বাস্থ্য পরীক্ষা অনেক তাড়াতাড়ি সম্পন্ন হবে। নতুন দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই এবং ইন্দোরের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার দায়িত্ব পাচ্ছে অ্যাপলো গ্রুপ অফ হসপিটালস্‌। মুম্বাইয়ে নানাবতী হাসপাতাল এবং ভিএম মেডিকেল কেয়ার সেন্টার, পুণেতে রুবি হল ক্লিনিক এই দায়িত্ব পাবে। দিল্লিতে আরও একটি কেন্দ্র গড়ে তোলা হবে। এর দায়িত্বে থাকবে ম্যাক্স মাল্টিস্পেশালিটি সেন্টার। 
বিমান চালকদের স্বাস্থ্য পরীক্ষা দ্রুততার সঙ্গে সম্পন্ন হলে ব্যস্ত সময়ে বিমান চালকের অভাব মিটবে এবং স্বাভাবিকভাবেই উড়ান পরিষেবা আরও উন্নত হবে। 
এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জানতে ডিজিসিএ – এর ওয়েবসাইট দেখুন http://www.dgca.gov.in

 

SC/AC/SB


(रिलीज़ आईडी: 2183663) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी