পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
সেপ্টেম্বর ২০২৫-এ ভারতের শিল্পোৎপাদন সূচকে ৪ শতাংশ বৃদ্ধি
Posted On:
28 OCT 2025 4:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ অক্টোবর, ২০২৫
উৎপাদন ক্ষেত্রে ৪.৮ শতাংশ বৃদ্ধির সুবাদে ভারতের শিল্পোৎপাদন সূচক (আইআইপি) সেপ্টেম্বর ২০২৫-এ ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
“নির্মাণ ও বিবিধ উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত অপেক্ষাকৃত কমদামী ধাতু”-র উৎপাদন ১২.৩ শতাংশ এবং বৈদ্যুতিন সরঞ্জামের উৎপাদন ২৮.৭ শতাংশ বেড়েছে।
প্রতি মাসের ২৮ তারিখ (এই দিনটি ছুটির দিন হলে পরের কাজের দিনে) চটজলদি হিসেবের ভিত্তিতে শিল্পোৎপাদন সূচক প্রকাশ করা হয়। এক্ষেত্রে বিভিন্ন সংস্থার প্রদত্ত তথ্যাদিকে প্রামাণ্য হিসেবে গ্রহণ করা হয়। এইসব সংস্থা সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে বিভিন্ন কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজ থেকে। চটজলদি হিসেবের ভিত্তিতে তৈরি হওয়া শিল্পোৎপাদন সূচক পরবর্তীকালে আরও বিস্তারিত তথ্যের উপর ভিত্তি করে পরিমার্জিত হয়।
মূল বিষয়:
সেপ্টেম্বর ২০২৫-এ শিল্পোৎপাদন সূচকের বৃদ্ধি ৪ শতাংশ – অগাস্ট ২০২৫-এও একই ছিল।
খনি, উৎপাদন এবং বিদ্যুৎ ক্ষেত্রে সেপ্টেম্বর ২০২৫-এ বৃদ্ধির হার যথাক্রমে (-) ০.৪ শতাংশ, ৪.৮ শতাংশ এবং ৩.১ শতাংশ।
চটজলদি হিসেব অনুযায়ী শিল্পোৎপাদন সূচক সেপ্টেম্বর ২০২৫-এ দাঁড়িয়েছে ১৫২.৮-এ। ২০২৪-এর সেপ্টেম্বরে তা ছিল ১৪৬.৯। খনি, উৎপাদন এবং বিদ্যুৎ ক্ষেত্রে সেপ্টেম্বর ২০২৫-এর সূচক হলো যথাক্রমে ১১১.২, ১৫৪.৩ এবং ২১৩.৩।
এনআইসি ২ ডিজিট স্তরে থাকা ২৩টি শিল্পের মধ্যে ১৩টির ক্ষেত্রে আগের বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি লক্ষ্য করা গেছে। “নির্মাণ ও বিবিধ উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত অপেক্ষাকৃত কমদামী ধাতু”-র উৎপাদন ১২.৩ শতাংশ এবং বৈদ্যুতিন সরঞ্জামের উৎপাদন ২৮.৭ শতাংশ বেড়েছে। গাড়ি শিল্পে বৃদ্ধির হার ১৪.৬ শতাংশ।
অক্টোবর ২০২৫-এ শিল্পোৎপাদন সূচক প্রকাশিত হবে ২৮ নভেম্বর ২০২৫ তারিখে।
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/oct/doc20251028679101.pdf
SC/AC/SKD
(Release ID: 2183384)
Visitor Counter : 6