প্রধানমন্ত্রীর দপ্তর
আসন্ন ছট মহাপর্ব উপলক্ষ্যে ভক্তিমূলক গান শেয়ার করার জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহবান রেখেছেন
Posted On:
24 OCT 2025 10:39AM by PIB Agartala
নয়াদিল্লী, ২৪ অক্টোবর ২০২৫: দেশ যখন পবিত্র ছট উৎসব উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নাগরিকদের ছটি মাইয়ার উদ্দেশ্যে নিবেদিত ভক্তিমুলক গান শেয়ার করে ভক্তি ও সাংস্কৃতিক ঐক্যের চেতনায় যোগদানের আহ্বান জানিয়েছেন।
সমাজ মাধ্যম এক্স-এর এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন,
"প্রকৃতি ও সংস্কৃতির প্রতি নিবেদিত মহাপর্ব ছট আসন্ন। বিহার-সহ সারাদেশ জুড়ে এর প্রস্তুতিতে ভক্তি মনোভাবাপন্ন মানুষ একত্রিত হয়েছেন। এই পর্বে ছটি মাইয়ার উদ্দেশে সমর্পিত ভক্তিমূলক গান বিনয় ও পবিত্রতার দিকে এগিয়ে নিয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ আপনারাও ছট পুজোর সঙ্গে জড়িত ভক্তিমূলক গান আমার সঙ্গে ভাগ করে নিন। আগামী কয়েকদিন ধরে আমি আমার সমস্ত দেশবাসীর সাথে এগুলো শেয়ার করব।"
*****
PS/SG
(Release ID: 2182213)
Visitor Counter : 4