যোগাযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

উত্তর-পূর্ব লাইসেন্সপ্রাপ্ত পরিষেবা এলাকার অধীনে আগরতলা শহর এবং সংলগ্ন অঞ্চল জুড়ে নেটওয়ার্কের মান মূল্যায়ন করেছে ট্রাই

Posted On: 21 OCT 2025 1:03PM by PIB Agartala

নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৫: ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ট্রাই) ২০২৫ সালের আগস্ট মাসে আসামের (এলএসএ) জন্য তাদের স্বাধীন ড্রাইভ টেস্ট (আইডিটি) এর ফলাফল প্রকাশ করেছে, যারমধ্যে আগরতলা শহর এবং সংলগ্ন অঞ্চলের বিস্তৃত শহর রুটগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাই আঞ্চলিক কার্যালয়, কলকাতার তত্ত্বাবধানে পরিচালিত এই ড্রাইভ পরীক্ষাগুলি বিভিন্ন মোবাইল ব্যবহারের পরিবেশ - নগর অঞ্চল, প্রাতিষ্ঠানিক হটস্পট, ব্যবসায়িক এলাকা, গ্রামীণ আবাসিক এলাকা ইত্যাদি জুড়ে বাস্তব-বিশ্বের মোবাইল নেটওয়ার্ক কর্মক্ষমতাকে ধারণ করার জন্য প্রস্তুত করা হয়েছিল।

২৫শে আগস্ট ২০২৫ থেকে ২৯শে আগস্ট ২০২৫ এর মধ্যে, ট্রাইয়ের দলগুলি ত্রিপুরার আগরতলা শহর এবং সংলগ্ন অঞ্চলগুলিতে ২৯২.৫ কিলোমিটার শহর ড্রাইভ পরীক্ষা, ১০টি হটস্পট এর অবস্থান এবং ১.৭ কিলোমিটার পায়ে হাঁটার মাধ্যমে এ নিয়ে বিস্তারিত পরীক্ষা করেছে। মূল্যায়ন করা প্রযুক্তিগুলির মধ্যে রয়েছে ২জি, ৩জি, ৪জি এবং ৫জি, যা একাধিক হ্যান্ডসেট ক্ষমতার ব্যবহারকারীদের পরিষেবার অভিজ্ঞতাকে তুলে ধরা হয়েছে। আইডিটির ফলাফল সম্পর্কে ইতিমধ্যেই সংশ্লিষ্ট সমস্ত টিএসপি-কে অবহিত করা হয়েছে।

মূল্যায়ন করা মূল মাপকাঠিগুলি ছিল:

ক) ভয়েস পরিষেবা: কল সেটআপ সাফল্যের হার, ড্রপ কল রেট, কল সেটআপ সময়, কল নীরবতা হার, বক্তৃতা গুণমানের কভারেজ।

খ) ডেটা পরিষেবা: ডাউনলোড/আপলোড থ্রুপুট, লেটেন্সি, জিটার, প্যাকেট ড্রপ রেট এবং ভিডিও স্ট্রিমিং বিলম্ব।

আগরতলা শহর এবং সংলগ্ন এলাকায় সামগ্রিক মোবাইল নেটওয়ার্ক কর্মক্ষমতা সম্পর্কে যা তথ্য পাওয়া গেছে তা হল –

কল সেটআপ সাফল্যের হার- অটো-সিলেকশন মোডে (৫জি/৪জি/৩জি/২জি) এয়ারটেল, বিএসএনএল, আরজেআইএল এবং ভিআইএল-এর কল সেটআপ সাফল্যের হার যথাক্রমে ৯৭.৭৭ শতাংশ, ৮৩.২৩ শতাংশ, ৯৫.২০ শতাংশ এবং ৮২.২৮ শতাংশ।

ড্রপ কল রেট- অটো-সিলেকশন মোডে (৫জি/৪জি/৩জি/২জি) এয়ারটেল, বিএসএনএল, আরজেআইএল এবং ভিআইএল-এর ড্রপ কল রেট যথাক্রমে ০.৯১ শতাংশ, ৫.৮৩ শতাংশ, ০.০০ শতাংশ এবং ২.৪৮ শতাংশ।

৫জি ডেটা সার্ভিসেস সিটি ড্রাইভে সর্বোচ্চ গড় ডাউনলোড গতি ২০৯.৫২ এমবিপিএস এবং সর্বোচ্চ গড় আপলোড গতি ২২.০৯ এমবিপিএস প্রদান করেছে।

আগরতলা শহর এবং পার্শ্ববর্তী এলাকায়, মূল্যায়নের মধ্যে মোহনপুর, খোয়াই, চেবরি, কল্যাণপুর, কমলনগর, তেলিয়ামুড়া, জিরানিয়া, গকুলনগর, বিশালগড়, কাকরাবন, উদয়পুর, জম্পুইজলা এবং শ্যামনগর ইত্যাদি অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাই বাস্তব-বিশ্বের অবস্থারও মূল্যায়ন করেছে (১) (আগরতলা জেলা এবং দায়রা আদালত), (২) খোয়াই হাসপাতাল চৌমুহনী, (৩) মহারাজা বীর বিক্রম কলেজ আগরতলা, (৪) নীরমহল রুদিজলা, (৫) নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর ধ্বজনগর, (৬) সচিবালয় কমপ্লেক্স, (৭) তেলিয়ামুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় করাইলং, (৮) ত্রিপুরা, আগরতলা বিশ্ববিদ্যালয়, শৌখিন বিশ্ববিদ্যালয়, (৯) ত্রিপুরা বীর বিক্রম কলেজ। (১০) উজ্জয়ন্ত প্রাসাদ স্ট্যাটিক পরীক্ষার মাধ্যমে এবং (ক) আগরতলা সিটি সেন্টারে, (খ) আগরতলা রেলওয়ে স্টেশন এবং (গ) আইএলএস হাসপাতাল আগরতলা, ওয়াক-টেস্টের মাধ্যমে।

পরীক্ষাগুলি ট্রাই-এর প্রস্তাবিত সরঞ্জাম এবং মানসম্মত প্রোটোকল ব্যবহার করে যথার্থ সময়ে করা হয়েছিল। 

*****

PS/DM


(Release ID: 2181265) Visitor Counter : 7
Read this release in: English