কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক
একটি উচ্চ পর্যায়ের বৈঠকে কৃষিক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান
খরিফ চাষের জমি ৬.৫১ লক্ষ হেক্টর বৃদ্ধি পেয়েছে; মোট জমি ১,১২১.৪৬ লক্ষ হেক্টরে পৌঁছেছে
प्रविष्टि तिथि:
13 OCT 2025 3:48PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৩ অক্টোবর ২০২৫, পিআইবি৷৷ কৃষিক্ষেত্রের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করে দেখার জন্য আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরহিত্য করেছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান৷ বৈঠকে খরিফ ফসলের পরিস্থিতি, রবি ফসলের বপনের প্রস্তুতি, বন্যা কবলিত এলাকায় ফসলের পরিস্থিতি, মূল্যের প্রবণতা, সারের প্রাপ্যতা এবং জলাধারের মজুদের স্তর সম্পর্কে একটি বিস্তৃত মূল্যায়ন করা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও জারি করেছেন৷

কর্মকর্তারা জানিয়েছেন, খরিফ ফসলের আওতাধীন মোট জমি আগের বছরের তুলনায় ৬.৫১ লক্ষ হেক্টর বৃদ্ধি পেয়েছে। মোট বপনের জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১,১২১.৪৬ লক্ষ হেক্টর, যা ২০২৪-২৫ সালে ছিল ১,১১৪.৯৫ লক্ষ হেক্টর। সভায় উল্লেখ করা হয়েছে যে, গম, ধান, ভুট্টা, আখ এবং ডালের মতো প্রধান ফসলের আওতাধীন জমি আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বৈঠকে আরও জানানো হয়েছে যে, উড়াদ (কালো ছোলা) চাষের জমি ১.৫০ লক্ষ হেক্টর বৃদ্ধি পেয়েছে৷ এর চাষের পরিমাণ ২০২৪-২৫ সালে ২২.৮৭ লক্ষ হেক্টর থেকে ২০২৫-২৬ সালে ২৪.৩৭ লক্ষ হেক্টরে পৌঁছেছে।
কেন্দ্রীয় মন্ত্রী বন্যা কবলিত অঞ্চলগুলির পরিস্থিতিও পর্যালোচনা করে দেখেছেন। সম্প্রতি কয়েকটি রাজ্যের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত জেলাগুলি পরিদর্শন করেছেন শ্রী চৌহান৷ তাকে অবহিত করা হয়েছে যে, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কিছু অঞ্চলের ফসলের ক্ষতি হয়েছে, তবে অন্যান্য অঞ্চলগুলি ভালো বর্ষার ফলে উপকৃত হয়েছে৷ যার ফলে সুস্থ ফসলের পরিমাণ বেড়েছে৷ এতে করে রবি শস্যের বপন এবং সামগ্রিক উৎপাদন বৃদ্ধির আশা করা হচ্ছে।

কর্মকর্তারা আরও জানান, টমেটো এবং পেঁয়াজের বপন সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। ২০২৪-২৫ সালে পেঁয়াজ চাষের আওতাধীন এলাকা ৩.৬২ লক্ষ হেক্টর থেকে বেড়ে এখন ৩.৯১ লক্ষ হেক্টরে দাঁড়িয়েছে৷ অন্যদিকে আলু চাষ ০.৩৫ লক্ষ হেক্টর থেকে বেড়ে ০.৪৩ লক্ষ হেক্টরে পৌঁছেছে। একইভাবে, টমেটো চাষ গত বছরের একই সময়ের ১.৮৬ লক্ষ হেক্টর থেকে বেড়ে এ বছর ২.৩৭ লক্ষ হেক্টরে পৌঁছেছে। সভায় উল্লেখ করা হয়েছে যে, আলু, পেঁয়াজ এবং টমেটোর বপন লক্ষ্যমাত্রার সাথে সঙ্গতিপূর্ণভাবে এগিয়েছে।
কর্মকর্তারা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে আরও জানিয়েছেন, বর্তমান চাল এবং গমের মজুদের মাত্রা নির্ধারিত বাফার নিয়মের চেয়ে বেশি, যা স্থিতিশীল সরবরাহের অবস্থান নির্দেশ করে।
জলের প্রাপ্যতা সম্পর্কে, কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে জলাধারের সঞ্চয়ের মাত্রা গত বছরের একই সময়ের তুলনায় এবং গত দশকের গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো। বর্তমানে, ১৬১টি প্রধান জলাধারে গত বছরের ১০৩.৫১ শতাংশ এবং দশ বছরের গড় সঞ্চয়ের ১১৫ শতাংশ ধারণ ক্ষমতা রয়েছে, যা কৃষি উৎপাদনশীলতার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন৷

শ্রী চৌহান সারের প্রাপ্যতা পর্যালোচনা করে দেখেছেন এবং আগামী মাসগুলিতে সারের স্বাভাবিক এবং সময়োপযোগী সরবরাহ নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে কোনও প্রতিবন্ধকতা থাকলে তা দূর করতে রাসায়নিক ও সার মন্ত্রকের সাথে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। কর্মকর্তারা কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছেন, আসন্ন কৃষি মৌসুমের জন্য সারের প্রয়োজনীয়তা মূল্যায়ন এবং পূরণের জন্য রাজ্যগুলির সাথে ক্রমাগত সমন্বয় বজায় রাখা হচ্ছে।
***
PS/DM/KMD
(रिलीज़ आईडी: 2178676)
आगंतुक पटल : 36
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English