প্রধানমন্ত্রীর দপ্তর
বাল্মীকি জয়ন্তীতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
Posted On:
07 OCT 2025 9:15AM by PIB Agartala
নয়াদিল্লী, ৭ অক্টোবর ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাল্মীকি জয়ন্তীর শুভলগ্নে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রী মোদী প্রাচীনকাল থেকে ভারতীয় সমাজ ও পারিবারিক জীবনে মহর্ষি বাল্মীকির শুদ্ধ ও আদর্শ চিন্তাভাবনার গভীর প্রভাব তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন যে, সামাজিক সম্প্রীতির মূলে নিহিত মহর্ষি বাল্মীকির শিক্ষা দেশবাসীকে অনুপ্রাণিত ও আলোকিত করে চলেছে।
প্রধানমন্ত্রী সমাজমাধ্যম এক্স-এ পোস্ট করেছেন:
"সকল দেশবাসীকে মহর্ষি বাল্মীকি জয়ন্তীতে শুভেচ্ছা জানাই। প্রাচীনকাল থেকেই আমাদের সমাজ এবং পরিবারের তাঁর শুদ্ধ ও আদর্শের চিন্তাধারার গভীর প্রভাব রয়েছে। সম্প্রীতির উপর ভিত্তি করে তাঁর আদর্শের আলো সর্বদা দেশবাসীকে আলোকিত করবে।”
*****
PS/SG/AGT
(Release ID: 2175774)
Visitor Counter : 6