প্রধানমন্ত্রীর দপ্তর
ভি কে মালহোত্রার জীবন ও অবদান সম্পর্কে প্রধানমন্ত্রী তার চিন্তাভাবনা ব্যক্ত করেছেন
प्रविष्टि तिथि:
06 OCT 2025 10:03AM by PIB Agartala
নয়াদিল্লি, ৬ অক্টোবর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রবীণ নেতা ভি কে মালহোত্রা জী'র জীবন ও অবদান নিয়ে একটি নিবন্ধের উপর চিন্তাভাবনা ব্যক্ত করেছেন।
ভি কে মালহোত্রা জী'র ও অবিস্মরণীয় অবদান বিভিন্ন ক্ষেত্রে কয়েক দশক ধরে জনসেবা, আদর্শগত প্রতিশ্রুতি এবং দেশ গঠনের ক্ষেত্রে বিস্তৃত।
এক্স-এ পৃথক একটি পোস্টে শ্রী মোদী লিখেছেন,
"ভি কে মালহোত্রা জী'র জীবন, কাজ এবং কীভাবে তিনি আমাদের দলের সর্বোত্তম নৈতিকতার মূর্ত প্রতীক ছিলেন, সে সম্পর্কে আমার চিন্তাভাবনা লিখেছি। রাজনীতি, সংসদ থেকে শুরু করে জনসেবা, খেলাধুলা ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রে তিনি একটি অবিস্মরণীয় প্রভাব রেখে গেছেন।"
*****
PS/PKS/KMD
(रिलीज़ आईडी: 2175268)
आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English