পঞ্চায়েতি রাজ মন্ত্রক
পঞ্চদশ অর্থ কমিশনের অবাধ অনুদানের মাধ্যমে মিজোরাম ভিলেজ কাউন্সিল ১৪.৫২ কোটিরও বেশি অর্থ পেয়েছে
Posted On:
03 OCT 2025 4:09PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৩ অক্টোবর ২০২৫৷৷ ২০২৫-২৬ অর্থবর্ষে মিজোরামের গ্রামীণ স্থানীয় সংস্থাগুলির জন্য, কেন্দ্রীয় সরকার পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে ১৪.৪০ কোটি টাকার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করেছে, যার সাথে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম কিস্তির আটকে রাখা ০.১২০৯ কোটি টাকার অর্থও প্রদান করা হয়েছে। এই অনুদানগুলি রাজ্যের ৮০৮টি যোগ্য ভিলেজ কাউন্সিলের সকলের জন্য উপকৃত হবে। এর আগে ২০২৫ সালের আগস্টে, মিজোরাম ২০২৩-২৪ সালের অনুদানের অংশ হিসাবে ৮২৭টি যোগ্য গ্রাম পরিষদের জন্য ১৪.২৭৬১ কোটি টাকা পেয়েছিল।
পঞ্চায়েতি রাজ মন্ত্রক এবং জলশক্তি মন্ত্রক (পানীয় জল ও স্যানিটেশন বিভাগ) আরএলবি/পিআরআই-গুলির জন্য অনুদান প্রদানের সুপারিশ করেছে, যা পরবর্তীতে অর্থ মন্ত্রক কর্তৃক একটি আর্থিক বছরে দুটি কিস্তিতে প্রদান করা হয়েছে। বেতন এবং অন্যান্য প্রতিষ্ঠানের ব্যয় ছাড়া, সংবিধানের একাদশ তফসিলে তালিকাভুক্ত ২৯টি বিষয়ের অধীনে অবস্থান-নির্দিষ্ট অনুভূত চাহিদার জন্য গ্রামীণ স্থানীয় সংস্থা/পিআরআই-কর্তৃক নির্দিষ্ট অনুদান ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে, অনির্দিষ্ট অনুদানগুলি (ক) স্যানিটেশন এবং ওডিএফ এর অবস্থা রক্ষণাবেক্ষণের সাথে সম্পর্কিত মৌলিক পরিষেবাগুলির জন্য নির্ধারিত হয়েছে যার মধ্যে রয়েছে গৃহস্থালির বর্জ্য, মানুষের মলমূত্র এবং মলমূত্রের ব্যবস্থাপনা এবং শোধন, এবং (খ) পানীয় জল সরবরাহ, বৃষ্টির জল সংগ্রহ এবং জল পুনর্ব্যবহার।
***
PS/DM/KMD
(Release ID: 2174784)
Visitor Counter : 2