প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

শ্যামজী কৃষ্ণ বর্মার উত্তরাধিকারের পরিপূর্ণতা নিয়ে ভাবনার পাশাপাশি প্রধানমন্ত্রী যুবসমাজকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানিয়েছেন

Posted On: 04 OCT 2025 11:11AM by PIB Agartala

নয়াদিল্লি, ৪ অক্টোবর,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রায় দুই দশক আগে স্বাধীনতা সংগ্রামী শ্যামজী কৃষ্ণ বর্মার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের জন্য গৃহীত জাতীয় প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

তাঁর চিতাভস্ম একদিন স্বাধীন ভারতে ফিরে আসবে এই আশা ধরে রেখে ১৯৩০ সালে শ্যামজী কৃষ্ণ বর্মা মারা যান।  কয়েক দশক ধরে অর্থাৎ ২০০৩ সালের আগস্ট মাস পর্যন্ত শ্যামজী'র আশা অপূর্ণ ছিল। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন শ্রী নরেন্দ্র মোদী সুইজারল্যান্ডের জেনেভা থেকে তাঁর চিতাভস্ম ফিরিয়ে আনার জন্য একটি ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছিলেন।

তিনি বলেন, এই উদ্যোগ মা ভারতীর এক সাহসী পুত্রের স্মৃতিকে সম্মানিত করেছে এবং স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য সংরক্ষণে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

 

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, শ্যামজী কৃষ্ণ বর্মার জীবন, ন্যায়বিচারের জন্য তাঁর নির্ভীক সাধনা এবং ভারতের স্বাধীনতার প্রতি তাঁর অটল নিষ্ঠা সম্পর্কে ইতিহাস ভারতের তরুণ তরুণীরা পড়বেন।

এক্স-এ  আর্কাইভ হ্যান্ডেলের একটি পোস্টের জবাবে শ্রী মোদী বলেনঃ

"এই সূত্রটি প্রায় দুই দশক আগে গৃহীত একটি অত্যন্ত সন্তোষজনক প্রচেষ্টাকে তুলে ধরেছে, এইভাবে শ্যামজী কৃষ্ণ বর্মার ইচ্ছা পূরণ এবং মা ভারতীর সাহসী পুত্রকে সম্মান জানানো হয়েছে।

তাঁর মাহাত্ম্য ও সাহসিকতার কথা ভারতের তরুণ-তরুণীরা পড়ুন।"


* * * 
 

PS/PKS/KMD


(Release ID: 2174774) Visitor Counter : 3
Read this release in: English