প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

দেশ গঠনে আরএসএস-এর সমৃদ্ধ অবদান তুলে ধরে পরমপূজ্য সরসংঘচালক ডঃ মোহন ভাগবতজী'র অনুপ্রেরণামূলক ভাষণ শেয়ার করলেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 02 OCT 2025 1:15PM by PIB Agartala

নয়াদিল্লি, ২ অক্টোবর ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রের প্রতি নিবেদিত সেবার ১০০ বছর পূর্ণ করায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রশংসা করেছেন।  পরম পূজ্য সরসংঘচালক ডঃ মোহন ভাগবতজির অনুপ্রেরণামূলক ভাষণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশ গঠনে সঙ্ঘের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ভারতের সভ্যতার মূল্যবোধের প্রতি অটল অঙ্গীকারের কথা তুলে ধরেন।

'এক্স "-এ আরএসএস-এর পোস্টের জবাবে শ্রী মোদী লিখেছেন,

"পরম পূজ্য সরসংঘচালক ড. মোহন ভাগবতজী তাঁর অনুপ্রেরণাদায়ক বক্তব্যে দেশ গঠনে  সংঘের অতুলনীয় অবদানের উপর আলোকপাত করেছেন। তিনি ভারতবর্ষের সেই সামর্থ্যের দিকটিও তুলে ধরেছেন, যা দেশকে শক্তিশালী করার পাশাপাশি সমগ্র মানবজাতির জন্যও কল্যাণকর।"

#RSS100Years "।
 

* * * 

PS/PKS/KMD


(रिलीज़ आईडी: 2174272) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English