প্রধানমন্ত্রীর দপ্তর
পদ্মবিভূষণ পণ্ডিত ছান্নুলাল মিশ্রের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকবার্তা
পণ্ডিত ছান্নুলাল মিশ্রের প্রয়াণকে ভারতীয় সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী
পণ্ডিত ছান্নুলাল মিশ্র বেনারস ঘরানার সঙ্গীত ঐতিহ্যকে নতুন উচ্চতায় নিয়ে গেছেনঃ প্রধানমন্ত্রী
পণ্ডিত ছান্নুলাল মিশ্র তাঁর কণ্ঠ এবং গানের মাধ্যমে কাশীর প্রতিটি উৎসবকে সমৃদ্ধ করেছেনঃ প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রত্যেক সঙ্গীতপ্রেমী পণ্ডিত ছান্নুলাল মিশ্রের জীবন থেকে অনুপ্রেরণা পেতে থাকবেন
তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল: প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
02 OCT 2025 3:44PM by PIB Agartala
নয়াদিল্লি, ২ অক্টোবর,২০২৫: পদ্মবিভূষণ পণ্ডিত ছান্নুলাল মিশ্র জী' র প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেন, পণ্ডিত ছান্নুলাল মিশ্রজির মৃত্যু ভারতীয় সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, পণ্ডিত ছান্নুলাল মিশ্র তাঁর জীবন শিল্প ও সংস্কৃতির জন্য উৎসর্গ করেছিলেন এবং বেনারস ঘরানার সঙ্গীত ঐতিহ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
শ্রী মোদী উল্লেখ করেন যে, পণ্ডিত মিশ্র তাঁর কণ্ঠস্বর ও গানের মাধ্যমে কাশীর ঐতিহ্য ও উৎসবগুলিকে সমৃদ্ধ করেছেন। মণিকর্ণিকা ঘাটে হোলি হোক বা শ্রাবণ মাসে তাঁর কাজরি পরিবেশনা, তাঁর সঙ্গীত কাশীতে চিরকাল অনুরণিত হবে। প্রধানমন্ত্রী বিশ্ব মঞ্চে গুরুত্বপূর্ণ লোক- ঐতিহ্যকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে পণ্ডিত মিশ্র জী'র অবদানের প্রশংসা করেন।
তার ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, পণ্ডিত মিশ্র জী'র সঙ্গে বেশ কয়েকবার দেখা করার এবং তাঁর স্নেহ পাওয়ার সৌভাগ্য তার হয়েছিল। ২০১৪ সালের নির্বাচনে পণ্ডিত ছান্নুলাল মিশ্রজি তাঁর অন্যতম প্রস্তাবক ছিলেন বলে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, কাশীর সঙ্গে পণ্ডিত মিশ্র জী'র গভীর আবেগপ্রবণ সংযোগ সত্যিই অনন্য ছিল।
প্রধানমন্ত্রী আরও বলেন, কাশীর উন্নয়ন ও ঐতিহ্য সম্পর্কে পণ্ডিত মিশ্র জী প্রায়ই তাকে মূল্যবান পরামর্শ দিতেন। মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে কীভাবে তিনি তার বাসভবনে গিয়েছিলেন, তা স্মরণ করেন শ্রী মোদী। গান্ধী জয়ন্তীতে এই বার্তা লেখার সময় তাঁর স্মৃতি বিশেষভাবে প্রাণবন্ত বলে মনে হয়।
প্রধানমন্ত্রী বলেন, পণ্ডিত মিশ্র জী আর শারীরিকভাবে উপস্থিত না থাকলেও ভারতের প্রতিটি সঙ্গীতপ্রেমী তাঁর জীবন থেকে অনুপ্রেরণা পেতে থাকবেন এবং কাশী প্রতিটি উৎসবে তাঁর ভজনগুলির মাধ্যমে তাঁকে স্মরণ করবে।
পন্ডিত মিশ্রজির শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,তার শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি প্রার্থনা করেন যে, বাবা বিশ্বনাথ যেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র জী'কে তাঁর কাছে স্থান দেন এবং এই দুঃখের সময়ে তাঁর শুভাকাঙ্ক্ষীদের শক্তি দেন।
* * *
PS/PKS/KMD
(रिलीज़ आईडी: 2174270)
आगंतुक पटल : 163
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English