কৃষিমন্ত্রক
২৬ সেপ্টেম্বর পর্যন্ত খরিফ মরশুমে কৃষি কাজের অগ্রগতি
Posted On:
29 SEP 2025 6:44PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খরিফ মরশুমের কৃষি কাজের অগ্রগতির পর্যালোচনা করেছে।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে ধান চাষ হয়েছে ৪০৩.০৯ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে ধানের বীজ বপন করা হয়েছে ৪৪১.৫৮ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ৫.৯১ শতাংশ বেশি।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে ডাল শস্য চাষ হয়েছে ১২৯.৬১ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে ডাল শস্যের বীজ বপন করা হয়েছে ১১৯.৮৫ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে 0.৯ শতাংশ বেশি।
ডাল শস্যের মধ্যে বিভিন্ন ডালের হিসেব :
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে অড়হর ডাল চাষ হয়েছে ৪৪.৭১ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে অড়হর বীজ বপন করা হয়েছে ৪৬.৩১ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ০.০৮ শতাংশ কম।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে কুলথি চাষ হয়েছে ৩২.৬৪ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে কুলথি বীজ বপন করা হয়েছে ২৪.২৯ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ১.৪২ শতাংশ বেশি।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে বিউলির ডাল চাষ হয়েছে ৩৫.৬৯ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে বিউলির বীজ বপন করা হয়েছে ৩৪.৮৪ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ০.১২ শতাংশ কম।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে মুগ ডাল চাষ হয়েছে ১.৭২ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে মুগ ডালের বীজ বপন করা হয়েছে ০.৬৭ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ০.১২ শতাংশ বেশি।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে অন্যান্য ডাল শস্য চাষ হয়েছে ৯.৭ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে অন্যান্য ডাল শস্যের বীজ বপন করা হয়েছে ৯.২৪ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ০.৪ শতাংশ কম।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে খেসড়ির ডাল চাষ হয়েছে ৫.১৫ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে খেসড়ির ডালের বীজ বপন করা হয়েছে ৪.৫১ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ০.০৪ শতাংশ কম।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে দানা শস্য চাষ হয়েছে ১৮০.৭১ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে দানা শস্যের বীজ বপন করা হয়েছে ১৯৪.৬৭ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ১২.০১ শতাংশ বেশি।
বিভিন্ন দানা শস্যের হিসেব :
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে জোয়ার চাষ হয়েছে ১৫.০৭ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে জোয়ারের বীজ বপন করা হয়েছে ১৪.০৭ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ০.০৮ শতাংশ কম।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে বাজরার চাষ হয়েছে ৭০.৬৯ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে বাজরার বীজ বপন করা হয়েছে ৬৮.৪৪ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ০.২১ শতাংশ কম।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে রাগি-র চাষ হয়েছে ১১.৫২ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে রাগি-র বীজ বপন করা হয়েছে ১১.৮১ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ০.৮১ শতাংশ বেশি।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে ভুট্টা চাষ হয়েছে ৪.৪৮ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে ভুট্টার বীজ বপন করা হয়েছে ৫.৩৯ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ০.৮৪ শতাংশ বেশি।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে অন্যান্য দানা শস্যের চাষ হয়েছে ৭৮.৯৫ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে অন্যান্য দানা শস্যের বীজ বপন করা হয়েছে ৯৪.৯৫ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ১০.৬৫ শতাংশ বেশি।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে তৈল বীজ চাষ হয়েছে ১৯৪.৬৩ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে তৈল বীজ বপন করা হয়েছে ১৯০.০১ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ১০.৫২ শতাংশ কম।
বিভিন্ন তৈল বীজের হিসেব :
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে চিনাবাদাম চাষ হয়েছে ৪৫.১ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে চিনাবাদামের বীজ বপন করা হয়েছে ৪৮.৩১ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ১.৬৫ শতাংশ কম।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে তিলের চাষ হয়েছে ১২৭.১৯ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে তিলের বীজ বপন করা হয়েছে ১২০.৪৫ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ৯.১ শতাংশ কম।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে সূর্যমুখীর চাষ হয়েছে ১.২৯ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে সূর্যমুখী বীজ বপন করা হয়েছে ০.৭ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ০.০২ শতাংশ কম।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে সয়াবিনের চাষ হয়েছে ১০.৩২ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে সয়াবিনের বীজ বপন করা হয়েছে ১০.৫ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ০.৫৬ শতাংশ কম।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে অন্যান্য তৈল শস্যের কোনো চাষ হয়নি। তবে, ২০২৫-২৬ সময়কালে অন্যান্য তৈল শস্যের বীজ বপন করা হয়েছে ০.০৭ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ০.০১ শতাংশ বেশি।
আখ
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে আখের চাষ হয়েছে ৫২.৫১ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে আখ বপন করা হয়েছে ৬৯.০৭ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ১.৮৬ শতাংশ বেশি।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে পাট এবং মেস্তার চাষ হয়েছে ৬.৬ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে পাট ও মেস্তা বীজ বপন করা হয়েছে ৫.৫৬ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ০.১৮ শতাংশ কম।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে কাপাস তুলোর চাষ হয়েছে ১২৯.৫ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে কাপাস তুলোর বীজ বপন করা হয়েছে ১০৯.৯৮ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ২.৯৭ শতাংশ কম।
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে মোট খরিফ শস্যের চাষ হয়েছে ১০৯৬.৬৫ লক্ষ হেক্টর জমিতে। ২০২৫-২৬ সময়কালে মোট খরিফ শস্যের বীজ বপন করা হয়েছে ১১২০.৭৩ লক্ষ হেক্টর জমিতে, যা পূর্ববর্তী বছরের থেকে ৭.০১ শতাংশ বেশি।
SC/CB/SKD
(Release ID: 2173018)
Visitor Counter : 2