প্রধানমন্ত্রীর দপ্তর
বিএসএনএল-এর ৪ জি স্ট্যাক কীভাবে স্বদেশী চেতনার মূর্ত প্রতীক তা তুলে ধরে প্রধানমন্ত্রী একটি নিবন্ধ শেয়ার করেছেন
Posted On:
27 SEP 2025 10:22AM by PIB Agartala
নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিএসএনএল-এর ৪ জি স্ট্যাক কীভাবে স্বদেশী চেতনার মূর্ত প্রতীক তা তুলে ধরে একটি নিবন্ধ শেয়ার করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার 'এক্স' এ একটি পোস্টের জবাবে শ্রী মোদী বলেনঃ
"কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @JM_Scindia কীভাবে @BSNLCorporate-এর ৪ জি স্ট্যাক স্বদেশী চেতনার মূর্ত প্রতীক তা তুলে ধরেছেন। এটি ৯২,০০০ এরও বেশি স্থানে ২ কোটি ২০ লক্ষ ভারতীয়কে সংযুক্ত করেছে, যা ভারতের নির্ভরতা থেকে আত্মবিশ্বাসের যাত্রা, কর্মসংস্থান, রপ্তানি, আর্থিক পুনরুজ্জীবন এবং আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিফলন ঘটায়।"
***
PS/PKS/KMD
(Release ID: 2172281)
Visitor Counter : 6