নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
'বিশেষ প্রচারাভিযান ৫.০'এর অঙ্গ হিসেবে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী শাস্ত্রী ভবনে অফিস চত্বরে পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা পর্যালোচনা করেছেন
একটি সু-রক্ষণাবেক্ষণকৃত কর্মক্ষেত্র দক্ষতা এবং একটি ইতিবাচক কাজের পরিবেশের চাবিকাঠিঃ শ্রীমতী অন্নপূর্ণা দেবী
Posted On:
25 SEP 2025 11:27AM by PIB Agartala
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৫: বিশেষ প্রচারাভিযান ৫.০ এর আওতায় কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী আজ নতুন দিল্লির শাস্ত্রী ভবনে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের কার্যালয় পরিদর্শন করেন।
এক্স-এর উপর একটি পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী লিখেছেন,
"বিশেষ প্রচারাভিযান ৫.০-এর অঙ্গ হিসেবে শাস্ত্রী ভবনে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অফিস পরিদর্শন করে পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে। একটি সু-রক্ষণাবেক্ষণকৃত কর্মক্ষেত্র, দক্ষতা এবং একটি ইতিবাচক কাজের পরিবেশের চাবিকাঠি। আমরা আমাদের সমস্ত অফিসে স্বচ্ছতা এবং দক্ষতার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।
Under Special Campaign 5.0, inspected the premises of the @MinistryWCD offices at Shastri Bhawan, reviewing cleanliness and upkeep measures. A well-maintained workplace is key to efficiency and a positive work environment.
We remain committed to fostering a culture of swachhata… pic.twitter.com/k2oJSwyzHO
— Annpurna Devi (@Annapurna4BJP) September 25, 2025
*****
PS/PKS/KMD
(Release ID: 2171172)
Visitor Counter : 7