প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

"মেক ইন ইন্ডিয়া" উদ্যোগের ১১ বছর উদযাপন করলেন প্রধানমন্ত্রী

Posted On: 25 SEP 2025 1:01PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'মেক ইন ইন্ডিয়া" উদ্যোগের ১১তম বার্ষিকী উদযাপন করেছেন যা ভারতের অর্থনৈতিক কাঠামো এবং উদ্যোক্তা ব্যবস্থার উপর পরিবর্তনমূলক প্রভাবের এক ইতিবাচক স্বীকৃতিস্বরূপ।  শ্রী মোদী ভারতের শিল্পোদ্যোগীদের জন্য 'মেক ইন ইন্ডিয়া "-র প্রণোদনার প্রশংসা করেন, যা বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে।

এক্স-এ মাইগভইণ্ডিয়ার পোস্টের জবাবে শ্রী মোদী লিখেছেনঃ

"১১বছর আগে এই দিনে, ভারতের প্রবৃদ্ধিকে গতি দেওয়ার এবং আমাদের দেশের উদ্যোক্তা সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সূচনা করা হয়েছিল।

#11YearsOfMakeInIndia কীভাবে অর্থনৈতিক শক্তি বাড়াতে এবং আত্মনির্ভরতার ভিত্তি স্থাপনে অবদান রেখেছে তা দেখে আমি আনন্দিত।  এটি বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করেছে।

মেক ইন ইন্ডিয়া ভারতের উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিয়েছে,  বিশ্বব্যাপী প্রভাব তৈরি করেছে।"

#11YearsOfMakeInIndia

11 years ago on this day, the Make in India initiative was launched with a vision to add momentum to India’s growth and tap into our nation’s entrepreneurial potential.

It is gladdening to see how #11YearsOfMakeInIndia has contributed to furthering economic strength and laying… https://t.co/YuUKR45MDi

— Narendra Modi (@narendramodi) September 25, 2025

*****

PS/PKS/KMD


(Release ID: 2171152) Visitor Counter : 8
Read this release in: English