প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Posted On: 25 SEP 2025 8:30PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৫: ভারতের আদর্শ ও উন্নয়ন যাত্রায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর জন্ম জয়ন্তী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অখণ্ড মানবতাবাদের দর্শন এবং অন্ত্যোদয় সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি - "প্রান্তিক জনগণের উন্নয়ন" ভারতের উন্নয়ন মডেলকে অনুপ্রাণিত করে চলেছে। তিনি উল্লেখ করেন যে, এই নীতিগুলি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং দেশ গঠনের ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে গভীরভাবে জড়িত।

এক্স-এ একটি পোস্টে শ্রী মোদী বলেছেন,

"ভারতমাতার মহান পুত্র এবং অখণ্ড মানবতাবাদের পথপ্রদর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জী'র জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই। তাঁর জাতীয়তাবাদী চিন্তাভাবনা এবং অন্ত্যোদয়ের নীতিগুলি, যা দেশের সমৃদ্ধির পথ দেখায়,তা উন্নত ভারত গঠনে অত্যন্ত কার্যকর হতে চলেছে।"

भारत माता के महान सपूत और एकात्म मानववाद के प्रणेता पंडित दीनदयाल उपाध्याय जी को उनकी जयंती पर कोटिश: नमन। देश को समृद्धि की राह दिखाने वाले उनके राष्ट्रवादी विचार और अंत्योदय के सिद्धांत विकसित भारत के निर्माण में बहुत काम आने वाले हैं। pic.twitter.com/Lrj39Nn7wP

— Narendra Modi (@narendramodi) September 25, 2025

*****

PS/PKS/KMD


(Release ID: 2171040) Visitor Counter : 14
Read this release in: English