প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত-এর সপ্তম বার্ষিকী উদযাপন করেছেন

Posted On: 23 SEP 2025 12:52PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত-এর সপ্তম বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এই প্রকল্প লক্ষ লক্ষ মানুষের কাছে সুলভে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়ে তাঁদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করেছে।

MyGovIndia-র পক্ষ থেকে সমাজমাধ্যম এক্স-এর এক পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন:

"আজ আমরা আয়ুষ্মান ভারত-এর সপ্তম বছর উদযাপন করছি! এটি এমন একটি উদ্যোগ ছিল যা ভবিষ্যতের চাহিদাগুলি পূর্বাভাস দিয়েছিল এবং মানুষের জন্য উন্নতমানের এবং সুলভ মূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। এর জন্য ধন্যবাদ। ভারত জনস্বাস্থ্যসেবায় এক বিপ্লব প্রত্যক্ষ করছে। এটি আর্থিক সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করেছে। ভারত দেখিয়েছে যে কীভাবে এর বিস্তার এবং প্রযুক্তি মানব স্বশক্তিকরনকে আরও এগিয়ে নিতে পারে।"

Today we mark #7YearsOfAyushmanBharat! This was an initiative that anticipated the needs of the future and focussed on ensuring top quality as well as affordable healthcare for people. Thanks to it, India is witnessing a revolution in public healthcare. It has ensured financial… https://t.co/ys5oc9QnXf

— Narendra Modi (@narendramodi) September 23, 2025

*****

PS/SG/KMD


(Release ID: 2170479) Visitor Counter : 5
Read this release in: English