প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা ক্ষেত্রে কীভাবে উল্লেখযোগ্য রূপান্তর ঘটেছে, যা মানুষ এবং গ্রহ উভয়ের জন্য আরও সুষম এবং সুস্থায়ী ভবিষ্যতের জন্য অবদান রাখছে, সে সম্পর্কে একটি প্রবন্ধ শেয়ার করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 23 SEP 2025 3:02PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রতাপরাও যাদবের একটি প্রবন্ধ শেয়ার করেছেন যেখানে ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা ক্ষেত্রের এক অসাধারণ রূপান্তর ঘটে চলার কথা উল্লেখ রয়েছে, যা মানুষ এবং গ্রহ উভয়ের জন্য আরও সুষম এবং সুস্থায়ী ভবিষ্যতের জন্য অবদান রাখছে।

এক্স হ্যান্ডেল পিএমও ইন্ডিয়া -তে এই মর্মে একটি পোস্ট করেছেন তিনি:

“এই প্রবন্ধে, প্রতিমন্ত্রী শ্রী @mpprataprao তুলে ধরেছেন যে কীভাবে ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা ক্ষেত্রের এক অসাধারণ রূপান্তর ঘটেছে, যা মানুষ এবং গ্রহ উভয়ের জন্য আরও সুষম এবং সুস্থায়ী ভবিষ্যতের জন্য অবদান রাখছে। অবশ্যই পড়ুন!”

In this article, MoS Shri @mpprataprao highlights how India’s traditional medicine sector has undergone a remarkable transformation, contributing to a more balanced and sustainable future for both people and the planet. Do read! https://t.co/dve9OENuy3

— PMO India (@PMOIndia) September 23, 2025

*****

PS/DM/KMD


(Release ID: 2170472) Visitor Counter : 4
Read this release in: English