আয়ুষ
azadi ka amrit mahotsav

দশম আয়ুর্বেদ দিবস উদযাপনের আগে গোয়ায় আয়ুষ মন্ত্রকের সাংবাদিক সম্মেলন

ভারতের সামগ্রিক স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য দশম আয়ুর্বেদ দিবস আয়োজিত হচ্ছে গোয়ায় এআইআইএ-তে

प्रविष्टि तिथि: 22 SEP 2025 11:49AM by PIB Agartala

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৫: আয়ুর্বেদের তাৎপর্য, সামগ্রিক স্বাস্থ্যে এর অবদান এবং এর মাইলফলক উদযাপন উপলক্ষে আয়ুর্বেদ সম্পর্কিত বিশেষ অনুষ্ঠানগুলি তুলে ধরতে আজ গোয়ার পানাজিতে দশম আয়ুর্বেদ দিবস উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে আয়ুষ মন্ত্রক৷

সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (এআইআইএ), গোয়ার অধিকর্তা অধ্যাপক (বৈদ্য) প্রদীপ কুমার প্রজাপতি বলেন, "মানুষের জন্য আয়ুর্বেদ, গ্রহের জন্য আয়ুর্বেদ" এই প্রতিপাদ্যের মাধ্যমে ব্যক্তিগত স্বাস্থ্য, বৈশ্বিক কল্যাণ, পরিবেশগত ভারসাম্য এবং সুস্থায়ী উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, দশম আয়ুর্বেদ দিবস প্রতিটি ব্যক্তির কাছে আয়ুর্বেদকে নিয়ে যাওয়ার এবং বিশ্ব স্বাস্থ্যে এর ভূমিকা পুনর্ব্যক্ত করার একটি সুযোগ। তিনি এআইআইএ গোয়ায় নতুন স্বাস্থ্যসেবা সুবিধার উদ্বোধনের কথাও তুলে ধরেছেন, যার মধ্যে একটি ইন্টিগ্রেটেড অনকোলজি ইউনিট, সেন্ট্রাল স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্ট, লিনেন প্রসেসিং ইউনিট এবং ব্লাড ব্যাংক অন্তর্ভুক্ত রয়েছে, যা আয়ুর্বেদ এবং আধুনিক চিকিৎসার মধ্যে সেতুবন্ধনকে শক্তিশালী করবে।

নাগরিক, চিকিৎসক, গবেষক, শিক্ষার্থী এবং নীতিনির্ধারকদের এই জাতীয় প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অধ্যাপক প্রজাপতি। এটিকে একটি জন আন্দোলন বলে অভিহিত করে তিনি আয়ুর্বেদের প্রাচীন জ্ঞানকে আধুনিক গবেষণা ও প্রমাণের সাথে মিশ্রিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন, যা বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার অগ্রভাগে নিয়ে এসেছে। তিনি বলেন, দশম আয়ুর্বেদ দিবস কেবল ভগবান ধন্বন্তরীর উত্তরাধিকারকে সম্মান করে না বরং একটি স্বাস্থ্যকর, সুষম এবং সুস্থির ভবিষ্যতের জন্য একটি পদক্ষেপ৷

এআইআইএ গোয়ার ডিন অধ্যাপক (ড.) সুজাতা কদম তার ভাষণে বলেন, আয়ুর্বেদ দিবস স্বাস্থ্য, ভারসাম্য এবং বিশ্বব্যাপী স্বীকৃতির এক দশকের দীর্ঘ যাত্রাকে প্রতিফলিত করে। তিনি ঐতিহ্য এবং বিজ্ঞান, ব্যক্তি ও সমাজ, এবং মানবতা ও প্রকৃতির মধ্যে সেতুবন্ধন হিসেবে আয়ুর্বেদের ভূমিকার উপর জোর দিয়েছেন। এআইআইএ গোয়ার অবদানের কথাও তুলে ধরেন তিনি, যেখানে প্রতিদিন ২২টি ওপিডি পরিষেবা রয়েছে, যা আন্তর্জাতিকস্থরের দর্শনার্থী সহ ৮০০ জনেরও বেশি রোগীকে উপকৃত করছে এবং শিক্ষা, গবেষণা এবং রোগীর যত্নের জন্য একটি শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে৷

২০২২ সালে প্রধানমন্ত্রী কর্তৃক আয়ুর্বেদিক শিক্ষা, গবেষণা এবং স্বাস্থ্যসেবার জন্য একটি প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (এআইআইএ), গোয়াকে এই বছর দশম আয়ুর্বেদ দিবসের জাতীয় উদযাপনের জন্য নোডাল এজেন্সি হিসেবে মনোনীত করেছে। উদ্বোধনের পর থেকে, ইনস্টিটিউটটি রোগীর যত্ন এবং চিকিৎসা সুবিধার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং গোয়া পর্যটন বিভাগের সহযোগিতায় মেডিকেল ভ্যালু ট্রাভেল এবং হেলথ ট্যুরিজমকেও প্রচার করছে।

এই সাংবাদিক সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমও-এসএফডব্লিউবি ডঃ উত্তম দেশাই,  গোয়া সরকারের আয়ূশ এর উপ-অধিকর্তা ডঃ মিনাল যোশী,, পিআইবি দিল্লির মিডিয়া অফিসার শ্রী সিদ্ধার্থ ঝা, শ্রী গৌরব শর্মা সহ বেশ কয়েকজন মিডিয়া ব্যক্তিত্ব এবং সাংবাদিক। সাংবাদিক সম্মেলনটি একটি ইন্টারেক্টিভ অধিবেশনের মাধ্যমে শেষ হয়েছে, যেখানে মিডিয়ার পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়।

*****

PS/DM/KMD


(रिलीज़ आईडी: 2169926) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English