প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

নবরাত্রি উপলক্ষে সবাইকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জিএসটি সঞ্চয় উৎসবের পাশাপাশি স্বদেশী মন্ত্রও নতুন শক্তি পেতে চলেছেঃ প্রধানমন্ত্রী

Posted On: 22 SEP 2025 9:26AM by PIB Agartala

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৫: নবরাত্রি উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, "এবার নবরাত্রির শুভ উপলক্ষটি অত্যন্ত বিশেষ। তিনি বলেন, 'জিএসটি সঞ্চয় উৎসবের পাশাপাশি স্বদেশী মন্ত্রও এই সময়ে নতুন শক্তি পেতে চলেছে। উন্নত ও আত্মনির্ভর ভারতের সংকল্প বাস্তবায়নের জন্য আসুন আমরা সম্মিলিত প্রচেষ্টায় একত্রিত হই।"

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট লিখেছেন,

"আপনাদের সবাইকে নবরাত্রির অন্তহীন শুভেচ্ছা। সাহস, ধৈর্য এবং সংকল্পের ভক্তিমূলক অনুভূতিতে পূর্ণ এই পবিত্র উৎসব প্রত্যেকের জীবনে নতুন শক্তি এবং নতুন বিশ্বাস নিয়ে আসুক। জয় মাতা জী।"

"এইবার নবরাত্রির এই শুভ উপলক্ষ্যটি খুবই বিশেষ। জিএসটি সাশ্রয় উৎসবের পাশাপাশি স্বদেশীর মন্ত্র এই সময়ে নতুন উদ্দীপনা পাবে। আসুন, উন্নত ও আত্মনির্ভর ভারতের সংকল্প বাস্তবায়নের সম্মিলিত প্রচেষ্টায় যুক্ত হই।"

आप सभी को नवरात्रि की अनंत शुभकामनाएं। साहस, संयम और संकल्प के भक्ति-भाव से भरा यह पावन पर्व हर किसी के जीवन में नई शक्ति और नया विश्वास लेकर आए। जय माता दी!"

"નવરાત્રીની હાર્દિક શુભકામનાઓ! 

શક્તિ, ભક્તિ અને આનંદનું આ પાવન પર્વ આપ સૌના જીવનમાં નવો ઉમંગ, ઉત્સાહ અને સુખ સમૃદ્ધિ લાવે એવી મા અંબા પાસે પ્રાર્થના….."

इस बार नवरात्रि का यह शुभ अवसर बहुत विशेष है। GST बचत उत्सव के साथ-साथ स्वदेशी के मंत्र को इस दौरान एक नई ऊर्जा मिलने वाली है। आइए, विकसित और आत्मनिर्भर भारत के संकल्प की सिद्धि के लिए सामूहिक प्रयासों में जुट जाएं।"

*****

PS/PKS/KMD


(Release ID: 2169624)
Read this release in: English