প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

নবরাত্রির প্রথম দিনে দেবী শৈলপুত্রীর কাছে প্রধানমন্ত্রীর প্রার্থনা

Posted On: 22 SEP 2025 9:29PM by PIB Agartala

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রির প্রথম দিনে দেবী শৈলপুত্রীর কাছে প্রার্থনা করেছেন।

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্টে লিখেছেন,

“নবরাত্রিতে আজ মা শৈলপুত্রীর বিশেষ পূজা-অর্চনার দিন। মাতার স্নেহ ও আশীর্বাদে সবার জীবন সৌভাগ্য ও সুস্থতায় পরিপূর্ণ হোক, এটাই আমার কামনা।”

*****

PS/PKS/KMD


(Release ID: 2169600)
Read this release in: English