প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ভারতের সর্বশ্রেষ্ঠ সমতা রক্ষাকারী প্রযুক্তি নিয়ে একটি নিবন্ধ শেয়ার করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 19 SEP 2025 12:05PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণো'র লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন, যেখানে তিনি বলেছেন, কীভাবে প্রযুক্তি ভারতের সবচেয়ে বড় সমতা রক্ষাকারী প্রযুক্তিতে পরিণত হয়েছে, যা ফুটপাত ব্যবসায়ী থেকে শুরু করে কর্পোরেট এক্সিকিউটিভ প্রত্যেকের ক্ষমতায়ন ঘটিয়েছে। শ্রী মোদী বলেন, "ইন্ডিয়া স্ট্যাক, ইউপিআই, জেএএম ট্রিনিটি এবং কো-উইন-এর মতো উদ্যোগের মাধ্যমে উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক জীবনযাত্রাকে রূপান্তরিত করেছে, প্রশাসনের উন্নতি করেছে এবং বিশ্ব মঞ্চে ভারতের ভূমিকাকে শক্তিশালী করেছে।

এক্স-এর উপর একটি পোস্টে শ্রী মোদী বলেছেন,

"কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @AshwiniVaishnaw লিখেছেন কিভাবে প্রযুক্তি ভারতের সবচেয়ে বড় সমতা রক্ষাকারী প্রযুক্তিতে পরিণত হয়েছে, যা ফুটপাত ব্যবসায়ী থেকে শুরু করে কর্পোরেট এক্সিকিউটিদের প্রত্যেকের ক্ষমতায়ন ঘটিয়েছে।ইন্ডিয়া স্ট্যাক, ইউপিআই, জেএএম ট্রিনিটি এবং কো-উইন-এর মতো উদ্যোগের মাধ্যমে উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক জীবনকে রূপান্তরিত করেছে, প্রশাসনের উন্নতি করেছে এবং বিশ্ব মঞ্চে ভারতের ভূমিকাকে শক্তিশালী করেছে।

Union Minister Shri @AshwiniVaishnaw writes that technology has become India's greatest equaliser, empowering everyone from street vendors to corporate executives. Through initiatives such as India Stack, UPI, JAM trinity and CoWIN, innovation and inclusion have transformed… pic.twitter.com/sgxesZugI4

— PMO India (@PMOIndia) September 19, 2025

*****

PS/PKS/KMD


(Release ID: 2168491)
Read this release in: English