প্রধানমন্ত্রীর দপ্তর
জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ভারতের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
Posted On:
17 SEP 2025 9:14AM by PIB Agartala
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২৫: ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু 'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, "দেশের ১৪০ কোটি নাগরিকের ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে আমরা একটি শক্তিশালী, সক্ষম ও আত্মনির্ভরশীল ভারত গঠনে সর্বদা নিবেদিত থাকবো। এই লক্ষ্যে আপনার দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক।"
আজ এক্স 'এ এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন,
"মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া, আমার জন্মদিনে আপনার শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১৪০ কোটি দেশবাসীর স্নেহ ও সহযোগিতায় আমরা এক শক্তিশালী, সক্ষম ও স্বনির্ভর ভারতের নির্মাণে সর্বদা নিবেদিত থাকব। এই অভিযাত্রায় আপনার দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ী।"
*****
PS/PKS/KMD
(Release ID: 2167504)
Visitor Counter : 2