তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
দক্ষিণ কোরিয়ায় ২০২৫ সালের বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারত তার সৃজনশীল দক্ষতা প্রদর্শন করবে; বিআইএফএফ-এ ভারত থেকে প্রথম মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান
Posted On:
16 SEP 2025 1:04PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২৫: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (বিআইএফএফ) ২০২৫ এবং এশিয়ান কনটেন্টস অ্যান্ড ফিল্ম মার্কেট (এসিএফএম) -এ ভারত একটি উল্লেখযোগ্য স্থান অর্জন করতে প্রস্তুত। এটি হবে বিআইএফএফ-এ ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল, যা সাংস্কৃতিক কূটনীতিকে জোরদার করার, আন্তর্জাতিকভাবে সৃজনশীল সহযোগিতা সম্প্রসারণের এবং ভারতকে সৃজনশীল অর্থনীতির একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দেশের প্রতিশ্রুতির একটি প্রতিফলন।
প্রতিনিধিদলটিতে অন্যান্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তা, এনএফডিসি, এফআইসিসিআই, এফটিআইআই, এসআরএফটিআইআই এবং আইআইএমসির প্রতিনিধিরা এবং ওয়েভস বাজার উদ্যোগের নির্বাচিত নির্মাতারা উপস্থিত থাকবেন।
সফরের আগে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান বলেন, “ভারত ২০২৫ সালের বিআইএফএফ-এ অংশগ্রহণ করতে পেরে গর্বিত, এটি একটি উৎসব যা এশীয় এবং বিশ্বব্যাপী সিনেমার সেরাদের একত্রিত করে। এখানে আমাদের উপস্থিতি ভারতের সহ-প্রযোজনা সম্প্রসারণ, এভিজিসি-তে নতুন সুযোগ তৈরি এবং দক্ষিণ কোরিয়ার সাথে সাংস্কৃতিক বন্ধন জোরদার করার সংকল্পকে প্রতিফলিত করে। ওয়েভস বাজার এবং ভারত পর্বের মাধ্যমে, আমরা কেবল আমাদের সৃজনশীল অর্থনীতিই নয়, ভারতের কালজয়ী ঐতিহ্য এবং প্রতিভাকেও তুলে ধরব।”
ভারতের অংশগ্রহণের মূল আকর্ষণ
বিআইএফএফ এবং এসিএফএম-এ ভারত প্যাভিলিয়ন - ‘ওয়েভস বাজার’ উদ্যোগকে আলোকপাত করা
বিআইএফএফ এবং এসিএফএম-এ ভারত প্যাভিলিয়ন "ভারত - বিশ্বের জন্য সৃজনশীল অর্থনীতি" থিমের অধীনে স্থাপন করা হবে। প্যাভিলিয়নটি ওয়েভস বাজার উদ্যোগকে তুলে ধরবে, যা ভারতীয় কন্টেন্ট স্রষ্টা, প্রযোজক এবং পরিবেশকদের বিটুবি সভার মাধ্যমে বিশ্ব বাজারের সাথে সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। এসিএফএম এর অফিসিয়াল প্রোগ্রামের অংশ হিসেবে, "ভারত-কোরিয়া সিনার্জি: সহ-প্রযোজনায় নতুন দিগন্ত" শীর্ষক একটি প্যানেল আলোচনার আয়োজন করা হবে, যেখানে উভয় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
বুসানে ভারতীয় সিনেমা প্রদর্শন
এ বছর ভারতের প্রদর্শনী সর্বকালের সবচেয়ে শক্তিশালী হতে চলেছে, যেখানে দশটিরও বেশি চলচ্চিত্র ভারতীয় গল্প বলার বৈচিত্র্যকে তুলে ধরবে:
স্পাইয়িং স্টারস (পদ্মশ্রী নীলা মাধব পান্ডা) - উদ্বোধনী প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে।
ভিশন এশিয়া বিভাগের অধীনে থাকছে ইফ অন আ উইন্টার নাইট (সঞ্জু সুরেন্দ্রন); কোক কোক কোকুক (মহর্ষি তুহিন কাশ্যপ); শেপ অফ মোমো (ত্রিবেণী রাই)৷
অন্যান্য প্রদর্শনীগুলির মধ্যে রয়েছে, বায়ান (বিকাশ রঞ্জন মিশ্র); ডোন্ট টেল মাদার (অনুপ লোককুর); ফুল প্লেট (তনিষ্ঠা চ্যাটার্জী); করিঞ্জি (শীতল এন.এস.); আই, পপি (বিবেক চৌধুরী)।
এশিয়ান প্রজেক্ট মার্কেট (এসিএফএম) এ, পাঁচটি ভারতীয় প্রকল্প সহ-প্রযোজনা বাজারের জন্য নির্বাচিত হয়েছে: এগুলি হলঃ
ডিফিক্ট ডটার্স – পরিচালনায় সনি রাজদান; প্রযোজনায়- আলিয়া ভাট, শাহীন ভাট, অ্যালান ম্যাকঅ্যালেক্স এবং গ্রিষ্মা শাহ।
দ্য লাস্ট অফ দেম প্লেগস – পরিচালনায় কুঞ্জিলা মাসসিলামণি ; প্রযোজনায়- পায়েল কাপাডিয়া, জিও বেবি এবং কানি কুসরুতি।
লঙ্কা (দ্য ফায়ার) – পরিচালনায় সৌরভ রাই; প্রযোজনায়- সুদীপ্তা সাধুখান, বিরাজ সেলোট এবং অঙ্কিতা পুরকায়স্থ।
মুন – পরিচালনায় এবং প্রযোজনায় প্রদীপ কুরবাহ৷
দ্য ম্যাজিকাল মেন – প্রযোজনায় বিপ্লব সরকার; সহ- প্রযোজনায় ভারত এবং আন্তর্জাতিক অংশীদাররা।
ভারত পর্ব - ভারতীয় সংস্কৃতি উদযাপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রক সেখানে "ভারত পর্ব" এর আয়োজন করবে, যেখানে থাকবে ভারতীয় শিল্প, সঙ্গীত এবং রন্ধনপ্রণালী সমন্বিত একটি সাংস্কৃতিক সন্ধ্যা। এই অনুষ্ঠানটি ভারত ও কোরিয়ার মধ্যে মানুষ-থেকে-মানুষের মধ্যে গভীর সাংস্কৃতিক সংযোগের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে ভারতীয় ও কোরিয়ান মিডিয়া এবং বিনোদন শিল্পের নেতারা অংশগ্রহণ করবেন।
নীতি সংলাপ ও সহযোগিতা
কোরিয়া প্রজাতন্ত্রের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রীর সাথে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর একটি জিটুজি বৈঠকে ভারত-কোরিয়া এভিজিসি এবং চলচ্চিত্র সহ-প্রযোজনা কাঠামোর জন্য একটি কাঠামোগত আলোচনা শুরু করার পরিকল্পনা করা হয়েছে।
প্রশিক্ষণ, বিনিময় কর্মসূচি এবং ভারতীয় বিষয়বস্তু বিতরণের জন্য এনএফডিসি, এফটিআইআই, আইআইসিটি (ভারত) এবং কেএএফএ, কেওএফআইসি, কেওসিসিএ সহ কোরিয়ান প্রতিষ্ঠানগুলির পাশাপাশি কোরিয়ান ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে ইচ্ছাপত্র (লুলস) স্বাক্ষরের কথা রয়েছে।
বিআইএফএফ এবং এসিএফএম সম্পর্কে
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (বিআইএফএফ) এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব, যা এফআইএপিএফ কর্তৃক ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) এবং কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি স্বীকৃত। এশিয়ান কন্টেন্টস অ্যান্ড ফিল্ম মার্কেট (এসিএফএম) একটি প্রধান সহ-প্রযোজনা এবং অর্থায়ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যা চলচ্চিত্র নির্মাতাদের বিশ্বব্যাপী বিনিয়োগকারী এবং অংশীদারদের সাথে সংযুক্ত করে।
*****
PS/DM/KMD
(Release ID: 2167258)
Visitor Counter : 2