প্রধানমন্ত্রীর দপ্তর
                
                
                
                
                
                    
                    
                        প্রকৌশলী দিবসে স্যার এম বিশ্বেশ্বরায়ের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                15 SEP 2025 8:44AM by PIB Agartala
                
                
                
                
                
                
                নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর,২০২৫: আজ প্রকৌশলী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতরত্ন স্যার এম বিশ্বেশ্বরায়কে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন, যার অগ্রণী অবদান ভারতের আধুনিক প্রকৌশল ক্ষেত্রের ভিত্তি স্থাপন করেছিল।
আজ 'এক্স "-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন,
"আজ ইঞ্জিনিয়ার্স দিবসে, আমি স্যার এম বিশ্বেশ্বরায়কে শ্রদ্ধা জানাই, যার প্রতিভা ভারতের ইঞ্জিনিয়ারিং কর্মযজ্ঞে একটি অবিস্মরণীয় ছাপ ফেলেছে। আমি সমস্ত ইঞ্জিনিয়ারদের উষ্ণ শুভেচ্ছা জানাই, যারা তাদের সৃজনশীলতা ও দৃঢ় সংকল্পের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে চলেছেন। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের ইঞ্জিনিয়াররা বিকশিত ভারত গড়ার লক্ষে সম্মিলিত প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন।
 
* * * 
PS/PKS/KMD
                
                
                
                
                
                (Release ID: 2166688)
                Visitor Counter : 8