প্রধানমন্ত্রীর দপ্তর
১৮৯৩ সালে শিকাগোতে বিশ্ব ধর্ম সংসদে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
Posted On:
11 SEP 2025 8:49AM by PIB Agartala
নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর, ২০২৫: শিকাগোতে বিশ্ব ধর্ম সংসদে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের ১৩২তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, এটি একটি যুগান্তকারী মুহূর্ত যা সম্প্রীতি ও সার্বজনীন ভ্রাতৃত্বের উপর জোর দেয়। তিনি আরও বলেন, এটি সত্যিই আমাদের ইতিহাসের সবচেয়ে উদযাপিত এবং অনুপ্রেরণামূলক মুহূর্তগুলির মধ্যে একটি।
এক্স-এ একটি পোস্টে শ্রী মোদী লিখেছেন:
"১৮৯৩ সালের এই দিনে শিকাগোতে স্বামী বিবেকানন্দের এই ভাষণকে ব্যাপকভাবে একটি যুগান্তকারী মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয়। সম্প্রীতি ও সার্বজনীন ভ্রাতৃত্বের উপর জোর দিয়ে তিনি বিশ্ব মঞ্চে ভারতীয় সংস্কৃতির আদর্শ সম্পর্কে আবেগপূর্ণভাবে কথা বলেছেন। এটি সত্যিই আমাদের ইতিহাসের সবচেয়ে উদযাপিত এবং অনুপ্রেরণামূলক মুহূর্তগুলির মধ্যে একটি।"
https://belurmath.org/swami-vivekananda-speeches-at-the-parliament-of-religions-chicago-1893/“
*****
KMD/PS
(Release ID: 2165583)
Visitor Counter : 2