প্রধানমন্ত্রীর দপ্তর
বন্যা ও ভূমিধ্বসের প্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনা করতে হিমাচল প্রদেশ ও পঞ্জাবের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
Posted On:
09 SEP 2025 10:45AM by PIB Agartala
নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বন্যা ও ভূমিধ্বসের প্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনা করতে হিমাচল প্রদেশ ও পঞ্জাবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি ত্রাণ ও পুনর্বাসনের ক্ষেত্রে ভারত সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এক্স-এর একটি পোস্টে তিনি লিখেছেন,
"বন্যা ও ভূমিধ্বসের প্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনা করতে হিমাচল প্রদেশ ও পঞ্জাব সফরে যাচ্ছি। এই মর্মান্তিক সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে ভারত সরকার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে।"
*****
KMD/PS
(Release ID: 2164884)
Visitor Counter : 2