প্রধানমন্ত্রীর দপ্তর
ভূপেন হাজারিকাজি’র জন্মবার্ষিকীতে তাঁর জীবন ও সঙ্গীত নিয়ে নিজের ভাবনা ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
Posted On:
08 SEP 2025 9:43AM by PIB Agartala
নয়াদিল্লি, ০৮ সেপ্টেম্বর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভূপেন হাজারিকাজি’র জন্মবার্ষিকীতে আজ তাঁর জীবন ও সঙ্গীত সম্পর্কে এবং কীভাবে তা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে, সে বিষয়ে নিজের কিছু ভাবনা শেয়ার করেছেন।
প্রধানমন্ত্রী ‘এক্স’-এ লিখেছেন: “ভূপেন হাজারিকাজি’র জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি। আমরা যখন তাঁর জন্মশতবার্ষিকী উদ্যাপন শুরু করছি, তখন তাঁর জীবন ও সঙ্গীত এবং কীভাবে তা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে, সে বিষয়ে কিছু ভাবনা লিখলাম।”
“আসামের সংস্কৃতিকে বৈশ্বিক পরিচিতি দেওয়া ভারতরত্ন ড. ভূপেন হাজারিকাকে তাঁর জন্মবার্ষিকীতে আমার প্রণাম। ভারতীয় সংস্কৃতি ও সঙ্গীত জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পড়ুন আমার এই প্রবন্ধ…”
লিংক: https://www.narendramodi.in/a-tribute-to-bhupen-da-597063
*****
KMD/PS
(Release ID: 2164570)
Visitor Counter : 2