প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

আত্মনির্ভরতা ও উন্নয়নের ক্ষেত্রে ভারতের যাত্রাপথে জাতীয় শিক্ষানীতি ২০২০'এর গুরুত্ব নিয়ে একটি নিবন্ধ শেয়ার করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 05 SEP 2025 12:34PM by PIB Agartala

নয়াদিল্লি: ৫ সেপ্টেম্বর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের লেখা জাতীয় শিক্ষানীতি (এন.ই.পি) ২০২০'এর গুরুত্ব নিয়ে একটি নিবন্ধ শেয়ার করেছেন, যেখানে এটিকে আত্মনির্ভরতা ও উন্নয়নের দিকে ভারতের যাত্রার কেন্দ্রবিন্দু হিসাবে বর্ণনা করা হয়েছে।

এক্স-এ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের একটি পোস্টের জবাবে শ্রী মোদী বলেন,

"কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান @dpradhanbjp জাতীয় শিক্ষানীতি ২০২০'এর গুরুত্ব তুলে ধরে এটিকে আত্মনির্ভরতা ও উন্নয়নের দিকে ভারতের যাত্রার কেন্দ্রবিন্দু হিসাবে বর্ণনা করেছেন।

তিনি ব্যাখ্যা করেন যে, শিক্ষকরা আজ পিএম ই-বিদ্যা ( PM eVidya),দীক্ষা (DIKSHA) এবং স্বয়ম (SWAYAM) 'এর মতো প্ল্যাটফর্মগুলির সহায়তায় ডিজিটাল ক্লাসরুম, এ.আই, পরিবর্তনশীল পাঠ্যক্রম এবং বিভিন্ন আধুনিক শিক্ষার প্রয়োজনীয় সমস্ত পদ্ধতি দ্রুত গ্রহণ করছেন।"

* * * *

KMD/PS


(Release ID: 2164176) Visitor Counter : 3
Read this release in: English