প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ভারতের ডাক ব্যবস্থা বিশ্বের বৃহত্তম দোরগোড়ায় ব্যাঙ্কিং নেটওয়ার্ক হয়ে ওঠার বিষয়ে একটি নিবন্ধ শেয়ার করেছেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 04 SEP 2025 12:04PM by PIB Agartala

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন, যেখানে তিনি লিখেছেন, কীভাবে ভারতীয় ডাকঘর এবং আইপিপিবি অনলাইনের সঙ্গে ভারতের ডাক ব্যবস্থা এখন বিশ্বের বৃহত্তম দোরগোড়ায় ব্যাঙ্কিং নেটওয়ার্ক হয়ে উঠেছে, যা মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করে। 

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার 'এক্স' এ একটি পোস্টের জবাবে শ্রী মোদী বলেন,

"সরকারের অভূতপূর্ব প্রচেষ্টায়, আমাদের নম্র পোস্টম্যান আর্থিক অন্তর্ভুক্তির অগ্রদূত হয়ে উঠেছে। @IndiaPostOffice এবং @IPPBOnline-এর মাধ্যমে ভারতের ডাক ব্যবস্থা মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করে বিশ্বের বৃহত্তম দোরগোড়ায় ব্যাঙ্কিং নেটওয়ার্ক হয়ে উঠেছে।

আরও বিস্তৃত জানার জন্য কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @JM_Scindia-এর এই নিবন্ধটি পড়ুন!"

*****

KMD/PS


(रिलीज़ आईडी: 2163716) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English