প্রধানমন্ত্রীর দপ্তর
সাধারণ জনগণ, কৃষক, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, মধ্যবিত্ত, মহিলা ও যুবসমাজের সুবিধার্থে জিএসটি-র হার কমানো ও সংস্কারের বিষয়ে কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রস্তাবগুলিতে সম্মিলিতভাবে সম্মতি জানানোর জন্য প্রধানমন্ত্রী জিএসটি কাউন্সিলের প্রশংসা করেন।
Posted On:
03 SEP 2025 11:00PM by PIB Agartala
নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করে বলেছেন, কেন্দ্র ও রাজ্যগুলির সমন্বয়ে গঠিত জিএসটি কাউন্সিল জিএসটি-র হার হ্রাস এবং সংস্কারের বিষয়ে কেন্দ্রীয় সরকারের জমা দেওয়া প্রস্তাবগুলিতে সম্মিলিতভাবে সম্মত হয়েছে, যা সাধারণ জনগণ, কৃষক, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, মধ্যবিত্ত, মহিলা এবং যুবকদের উপকৃত করবে। শ্রী মোদী বলেন, এই ব্যাপক সংস্কারগুলি আমাদের নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাবে এবং সকলের জন্য, বিশেষ করে ক্ষুদ্র ও বড় ব্যবসায়ীদের জন্য সহজে ব্যবসা-বাণিজ্য নিশ্চিত করবে।
প্রধানমন্ত্রী এক্স-এ একটি পোস্ট'এ বলেছেন,
"আমার স্বাধীনতা দিবসের ভাষণে আমি জিএসটি-তে পরবর্তী প্রজন্মের জন্য সংস্কার আনার বিষয়ে কথা বলেছিলাম।
আমাকে গর্বের সঙ্গে উল্লেখ করতে হচ্ছে যে, কেন্দ্র ও রাজ্য সরকারগুলি সমন্বয়ে গঠিত জিএসটি কাউন্সিল জিএসটি'র হার হ্রাস এবং সংস্কারের বিষয়ে কেন্দ্রীয় সরকারের জমা দেওয়া প্রস্তাব গুলিতে সম্মিলিতভাবে সম্মত হয়েছে, যা সাধারণ জনগণ, কৃষক ,অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ, মধ্যবিত্ত মহিলা এবং যুবকদের উপকৃত করবে।
এই ব্যাপক সংস্কারগুলি আমাদের নাগরিকদের জীবনযাত্রার উন্নতি ঘটাবে এবং সকলের জন্য, বিশেষ করে ক্ষুদ্র ও বড় ব্যবসায়ীদের জন্য সহজে ব্যবসা বাণিজ্য করা নিশ্চিত করবে।"
During my Independence Day Speech, I had spoken about our intention to bring the Next-Generation reforms in GST.
The Union Government had prepared a detailed proposal for broad-based GST rate rationalisation and process reforms, aimed at ease of living for the common man and…
— Narendra Modi (@narendramodi) September 3, 2025
*****
KMD/ PS
(Release ID: 2163620)
Visitor Counter : 2