প্রধানমন্ত্রীর দপ্তর
করম পুজো উপলক্ষে সকলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
Posted On:
03 SEP 2025 3:51PM by PIB Agartala
নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ করম পুজো উপলক্ষে সমস্ত দেশবাসীকে, বিশেষ করে জনজাতি সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, "এই উৎসব যা ভাই-বোনের মধ্যে অটুট প্রেমের প্রতীক, প্রকৃতির উপাসনারও বিশেষ গুরুত্ব রয়েছে।"
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্টে লিখেছেন,
“সমস্ত দেশবাসীকে, বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের আমার পরিবারজনদের জানাই করম পুজোর অনেক শুভেচ্ছা। ভাই-বোনের অটুট ভালবাসার প্রতীক এই উৎসবে প্রকৃতি পূজারও রয়েছে বিশেষ তাৎপর্য। এই পবিত্র পরব প্রত্যেকের জীবনে সুখ, সৌভাগ্য ও সুস্বাস্থ্য বয়ে আনুক এবং এর পাশাপাশি পরিবেশ সংরক্ষণের জন্যও সবাইকে উদ্বুদ্ধ করুক, এটাই আমার কামনা।”
*****
KMD/PS
(Release ID: 2163585)
Visitor Counter : 2