যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক অষ্টম প্রতিষ্ঠা দিবস (আইপিপিবি দিবস) উদযাপন করছে

Posted On: 01 SEP 2025 2:53PM by PIB Kolkata

নতুন দিল্লি ১ সেপ্টেম্বর ২০২৫

 

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি) আজ অষ্টম প্রতিষ্ঠা দিবস আইপিপিবি দিবস পালন করছে। অন্তর্ভুক্তিমূলক, সহজপ্রাপ্য এবং সুলভ পরিষেবা দূরতম প্রান্তে পৌঁছে দেওয়ার মাধ্যমে ব্যাঙ্কিং ক্ষেত্রে রূপান্তরের এক মাইল ফলক রচনা করেছে। 

প্রতিষ্ঠার পর থেকেই আইপিপিবি গোটা বিশ্বেই বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তিমূলক অন্যতম উদ্যোগ হিসেবে উঠে এসেছে। ১.৬৪ লক্ষের বেশি ডাকঘর এবং ১.৯০ লক্ষের বেশি ডাক হরকরা ও গ্রামীণ ডাক সেবক (জিডিএস) নিয়ে এক অতুলনীয় উচ্চতায় পৌঁছেছে। এই ব্যাঙ্ক সফলভাবে ১২ কোটির বেশি গ্রাহক সংগ্রহ করেছে, কয়েকশো কোটি ডিজিটাল লেনদেন করেছে এবং গ্রাম, আধা শহর এবং প্রত্যন্ত অঞ্চলে দরজায় দরজায় ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিয়েছে। 

সাম্প্রতিক উদ্যোগগুলিতে আইপিপিবি-র ভূমিকা আরও শক্তিশালী হয়েছে। এই ব্যাঙ্ক ডিবিটি প্রদান, অবসর ভাতা প্রদান, অন্য সংস্থার সঙ্গে মিলে ঋণের সুবিধাদান ও বীমা ও বিনিয়োগের ব্যবস্থা করার কাজে যুক্ত হয়েছে। ডিজিস্মার্ট (ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট), প্রিমিয়াম আরোগ্য সেভিংস অ্যাকাউন্ট (স্বাস্থ্য পরিষেবার সুবিধা সহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট), আধার ভিত্তিক মুখ পরিচিতি গ্রাহক পরিষেবায় নতুন মাত্রা যোগ করেছে এবং চাইবা মাত্র ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা দিচ্ছে। রূপে ভার্চুয়াল ডেবিট কার্ড, আধার ভিত্তিক অর্থপ্রদান পরিষেবা, সীমান্তপারের লেনদেন এবং ভারত বিল পে সংযুক্তি ইতিমধ্যেই আইপিপিবি-কে তৃণমূল স্তরে প্রকৃত সার্বিক আর্থিক পরিষেবাদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আইপিপিবি-র চেয়ারম্যান শ্রীমতী বন্দিতা কাউল বলেছেন, “আইপিপিবি দেখিয়েছে যে, আর্থিক অন্তর্ভুক্তি শুধুমাত্র একটি ভাবনা নয়, বরং এটি রূপায়ণযোগ্য বাস্তব। আমাদের অভিনব পোস্টাল ব্যাঙ্কিং-এর সুবিধা নিয়ে আমরা লক্ষ লক্ষ ভারতীয়ের ক্ষমতায়ণ করেছি, বিশেষ করে গ্রাম এবং পিছিয়ে পড়া অঞ্চলে ব্যাঙ্কিং-কে দরজায় দরজায় পৌঁছে দেওয়ার মাধ্যমে। আমাদের যাত্রা একটি আন্তর্জাতিক লক্ষ্য রেখেছে, দূরতম প্রান্ত পর্যন্ত আর্থিক পরিষেবা প্রদানের জন্য। এই অষ্টম প্রতিষ্ঠা দিবস আরও বিশেষ এই কারণে, যে আইপিপিবি ১২ কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রম করেছে।”

আইপিপিবি-র এমডি ও সিইও শ্রী আর বিশ্বেশ্বরণ বলেছেন, “আমাদের অষ্টম প্রতিষ্ঠা দিবসে ১২ কোটির বেশি গ্রাহকের জন্য আর্থিক পরিষেবা পাওয়ার সুবিধা দিতে আইপিপিবি-র ভূমিকা নিয়ে আমরা গর্ব করতে পারি। আমাদের ডাক হরকরা এবং জিডিএসরা সাধারণ মানুষের ব্যাঙ্কার হয়ে উঠেছে। মানুষের দরজায় লক্ষ লক্ষ টাকা লেনদনের সুবিধা করে দিচ্ছে। ডিজিটাল পেমেন্ট এবং নানাবিধ গ্রাহককেন্দ্রিক পরিষেবা যুক্ত হওয়ায় আমরা একটি শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক পরিমণ্ডল গঠন করছি। ব্যাঙ্কিং-এর ভবিষ্যৎ দূরতম প্রান্ত পর্যন্ত এবং আইপিপিবি সেই পরিবর্তনে নেতৃত্ব দিচ্ছে।”

গত কয়েক বছরে আইপিপিবি নাগরিকদের দৈনন্দিন জীবনে পরিবর্তন এনেছে তাই নয়, ডাক বিভাগের প্রভাব বৃদ্ধি করেছে দেশে বিদেশে। আস্থা, প্রযুক্তি এবং পরিষেবা প্রদানকে সংহত করে আইপিপিবি ব্যাঙ্কিং-এর নতুন সংজ্ঞা নির্ধারণ করছে, যে প্রকৃতই সামাজিক এবং অর্থনৈতিক রূপান্তরে ব্যাঙ্ক কী ভূমিকা নিতে পারে, তা নতুন করে ব্যাখ্যা করেছে।

এই ঐতিহাসিক দিনে আইপিপিবি পুনরায় তার দায়বদ্ধতা প্রকাশ করছে ভারতের আর্থিক অন্তর্ভুক্তির যাত্রা চালিয়ে নিয়ে যেতে এবং এমন একটি ভবিষ্যৎ গঠন করতে, যেখানে প্রতিটি ভারতীয় যে কোনো সময়, যে কোনো জায়গায় তাদের দরজায় ব্যাঙ্কিং-এর সুবিধা পাবেন। 

 


SC/AP/CS


(Release ID: 2162789) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi