প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

নূয়াখাই উৎসব উপলক্ষ্যে দেশবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর আন্তরিক শুভেচ্ছা

Posted On: 28 AUG 2025 1:16PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৮ আগস্ট, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নূয়াখাই উৎসবিক পরব উদযাপন উপলক্ষ্যে জন্য ভারতের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। নূয়াখাই পরব যে  কৃষকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানানো ও ঐক্যের প্রতিনিধিত্ব করে, প্রধানমন্ত্রী এবিষয়ের উপর গুরুত্ব আরোপ করে দেশের খাদ্য সুরক্ষা ও অগ্রগতির পেছনে কৃষকদের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

এক্স-এ পোস্টে তিনি লিখেছেন:

"সবাইকে নূয়াখাইয়ের শুভেচ্ছা। আমাদের কৃষকদের - যাদের কঠোর পরিশ্রম আমাদের বাঁচিয়ে রেখেছে, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করার এক স্মারক এই প্রিয় উৎসব। প্রত্যেকের গৃহে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় থাকুক।"

নূয়াখাই জুহার!

Wishing everyone a joyous Nuakhai. This cherished festival is a reminder of our deep gratitude to the farmers whose hard work sustains us all. May there be good health, prosperity and happiness in every home.

Nuakhai Juhar!

— Narendra Modi (@narendramodi) August 28, 2025

*****

KMD/PS


(Release ID: 2161747) Visitor Counter : 31
Read this release in: English