প্রধানমন্ত্রীর দপ্তর
শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথে ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
Posted On:
27 AUG 2025 1:01PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৭ আগস্ট, ২০২৫: শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন।
আজ এক্স-এ শেয়ার করা এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
"শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথে ভূমিধসে প্রাণহানির ঘটনা দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আহতদের যত দ্রুত সম্ভব আরোগ্য কামনা করছি। প্রশাসন ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা করছে। সবার নিরাপত্তা ও মঙ্গলের জন্য আমার প্রার্থনা রইল।"
The loss of lives due to a landslide on the route to the Shri Mata Vaishno Devi Temple is saddening. My thoughts are with the bereaved families. May the injured recover at the earliest. The administration is assisting all those affected. My prayers for everyone's safety and…
— Narendra Modi (@narendramodi) August 27, 2025
*****
KMD/PS
(Release ID: 2161133)