প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

গণেশ চতুর্থী উপলক্ষে সকলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Posted On: 27 AUG 2025 7:35AM by PIB Agartala

নয়াদিল্লি, ২৭ আগস্ট,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গণেশ চতুর্থী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক্স-এর একটি পোস্টে তিনি লিখেছেন:

"আপনাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। বিশ্বাস ও ভক্তিতে ভরা এই শুভ উপলক্ষটি সকলের জন্য শুভ হোক। আমি ভগবান গজাননের কাছে প্রার্থনা করি যেন তিনি তার সমস্ত ভক্তদের সুখ, শান্তি ও সুস্বাস্থ্যের আশীর্বাদ করেন। গণপতি বাপ্পা মোরিয়া।"

*****

KMD/PS


(Release ID: 2161124)
Read this release in: English